কিয়েভে শক্তিশালী মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি রাশিয়ার

সংগৃহীত ছবি

কিয়েভে শক্তিশালী মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি রাশিয়ার

অনলাইন ডেস্ক

ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রায় ১১০ কোটি ডলার মূল্যের একটি মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে রাশিয়া। মঙ্গলবার (১৬ মে) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, তাদের হাইপারসনিক কিনঝাল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাটি ধ্বংস করে দেওয়া হয়েছে।  

সেইসঙ্গে ইউক্রেনের সেনা ও অস্ত্র সংরক্ষণাগার লক্ষ্য করেও চালানো হয়েছে হামলা। তবে সবগুলো হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে দাবি করছে ইউক্রেন।

 

এদিকে ইউক্রেনে যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য মঙ্গলবার রাশিয়াকেই দায়ী করার দাবি জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলফ শোলজ।  

মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধে সম্ভাব্য শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনায় বসতে আফ্রিকার নেতাদের একটি দলকে গ্রহণ করতে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

news24bd.tv/আইএএম