পুলিশের ব্যারিকেট ভেঙে পালাতে গিয়ে ধরা প্রাইভেটকারসহ তিনজন

পুলিশের ব্যারিকেট ভেঙে পালাতে গিয়ে ধরা প্রাইভেটকারসহ তিনজন

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে ভারতীয় ৩৪ বোতল মদ ও প্রাইভেটকারসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে ঢাকা-ময়মনসিংহ মহসড়ক থেকে তাদের আটক করা হয়। তারা হচ্ছে- জিহাদ (২০), জাহিদ হাসান জয়(২২) ও সালমান(২৪)।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তবর্তী হালুয়াঘাট থেকে প্রাইভেটকার করে মদ রাজধানীতে যাচ্ছে।

এমন খবরে এসআই নিরুপম নাগের নেতৃত্বে পুলিশের একটি টিম শুক্রবার ভোরে নগরীর কেওয়াটখালী বাইপাস সড়কে ব্যারিকেট দিয়ে প্রাইভেটকারটি থামানোর চেষ্টা করে। কিন্তু পুলিশের ব্যারিকেট ভেঙ্গে চলে যায়। পরে পুলিশ গাড়ির পেছনে ধাওয়া করে তিন মাদক কারবারিসহ প্রাইভেটকার আটক করে।

এসময় গাড়ি থেকে ভারতীয় ৩৪ বোতল মদ উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, কোতোয়ালী মডেল থানায় ইতিমধ্যে মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। এছাড়াও গ্রেপ্তারদের নামে টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় একধিক মামলা রয়েছে।

news24bd.tvতৌহিদ

এই রকম আরও টপিক