ভিকারুননিসায় সহোদর কোটায় ভর্তির দাবিতে মানববন্ধন

সংগৃহীত ছবি

ভিকারুননিসায় সহোদর কোটায় ভর্তির দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক

ভিকারুননিসা নুন স্কুলে সহোদর কোটায় ভর্তির দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবকরা। শনিবার (২০ মে) সকালে ভিকারুননিসা নুন স্কুলের বেইলি রোডের প্রধান শাখার সামনে এ মানববন্ধন করেন তারা।

এ সময় অভিভাবকরা বলেন, সহোদর কোটায় ভর্তি সংক্রান্ত আইন এবং উচ্চ আদালতের রায় থাকার পরও সন্তানদের ভর্তি নিচ্ছে না স্কুল কর্তৃপক্ষ। বছরের প্রায় অর্ধেক সময় পার হলেও এখন ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়েছেন ৬৮ সন্তানের অভিভাবকরা।

স্কুল কর্তৃপক্ষ সহোদর কোটায় ভর্তি নিতে গড়িমশি করছে বলেও অভিযোগ করেন তারা।  

তারা বলেন, আইন অনুযায়ী ৫ শতাংশ শিক্ষার্থী সহোদর কোটায় ভর্তি হতে পারে। অথচ সিট ফাঁকা থাকা সত্ত্বেও তাদের সন্তানদের ভর্তি নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন অভিভাবকরা।  

এরই মধ্যে উচ্চ আদালতের নির্দেশে ৫৭ জন শিক্ষার্থীকে স্কুল কর্তৃপক্ষ ভর্তি নিয়েছে বলেও জানান মানববন্ধনরত অভিভাবকরা।

 

এদিকে স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান ও ঢাকার বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম জানান, সিট যদি ফাঁকা থাকে, সে ক্ষেত্রে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে। আইন যা বলা আছে, সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

news24bd.tv/আইএএম