গাছকাটার প্রতিবাদে ডিএসসিসি ভবন ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাঁধা

সংগৃহীত ছবি

গাছকাটার প্রতিবাদে ডিএসসিসি ভবন ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাঁধা

মাসুদা লাবনী

রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ সড়কে উন্নয়নকাজের জন্য গাছ কেটে ফেলা হচ্ছে। এর প্রতিবাদে গত কয়েকদিন বিভিন্ন সংগঠন প্রতিবাদ কর্মসূচি পালন করছে। তারই অংশ হিসেবে গাছ কাটা বন্ধ করাসহ প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষার দাবিতে আজ রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ভবন ঘেরাও কর্মসূচি দেয় বিভিন্ন সংগঠন।

সকাল থেকেই শাহবাগের দোয়েল চত্বরে জড়ো হন আন্দোলনকারীরা।

সেখান থেকে শ্লোগান দিয়ে নগর ভবনে রওনা করে তারা। বেলা ১১টার দিকে নগর ভবন অভিমুখে যাত্রা করে বিভিন্ন পরিবেশ ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

এসময় তারা গাছ কাটা বন্ধ করার দাবিতে শ্লোগান দেন। বঙ্গোবাজার মোড়ে পুলিশের বাধার সম্মুখীন হন আন্দোলনকারীরা।

এ সময় উত্তেজনার সৃষ্টি হয়।

আন্দোলনকারীরা বলেন, আর একটাও গাছও কাটতে দেয়া হবে না। উন্নয়নের নামে গাছ কাটা বন্ধ করতে হবে, গাছ রেখে উন্নয়ন করতে হবে বলেও জানান তারা। পরে আন্দোলনকারীদের সাথে কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা। বলেন মেয়রকে জানানোর হবে এই দাবি।

news24bd.tv/রিমু  

সম্পর্কিত খবর