তিন শতাধিক চরমপন্থির আত্মসমর্পণ, সহযোগিতার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

তিন শতাধিক চরমপন্থির আত্মসমর্পণ, সহযোগিতার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

অপরাধজগৎ ছেড়ে আলোর পথে ফিরেছেন সাত জেলার চরমপন্থি দলের ৩২৩ জন সদস্য। রোববার দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গায় র‍্যাব-১২-এর সদর দপ্তরে আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন চরমপন্থি দলের সদস্যরা।

এ অনুষ্ঠানের মধ্য দিয়ে সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, মেহেরপুর কুষ্টিয়া, রাজবাড়ী ও টাঙ্গাইলের চরমপন্থিরা আত্মসমর্পণ করেছেন।

র‍্যাব-১২-এর অধিনায়ক মারুফ হোসেন বলেন, চরমপন্থি দলের সদস্যরা বিভিন্ন সোর্সের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করেন। ভুল পথ থেকে মূল ধারায় ফিরে আসতে চান তারা। সেই লক্ষ্যে অস্ত্র জমা দিয়ে আজ আত্মসমর্পণ করেছেন চরমপন্থি দলের তিন শতাধিক সদস্য।

আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, বিপথগামীদের ফেরাতে নানান পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আর্থিক সহযোগিতা থেকে শুরু করে কর্মসংস্থানের সুযোগ পর্যন্ত করে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেছেন।

news24bd.tv/FA