সিলিন্ডারে ভোলার গ্যাস আসবে ঢাকায়

সংগৃহীত ছবি

সিলিন্ডারে ভোলার গ্যাস আসবে ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

এবার সিলিন্ডারে করে ভোলার গ্যাস আনা হবে ঢাকায়। যা সাপ্লাই দেয়া হবে গাজীপুর ও টাঙ্গাইলের শিল্প প্রতিষ্ঠানগুলোতে। এ বিষয়ে সুন্দরবন গ্যাস বিতরণ কোম্পানির সাথে ইন্ট্রেকোর গ্যাস আমদানির চুক্তি স্বাক্ষর হয়।

রোববার (২১ মে) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়।

এসময় উপস্থিত ছিলেন, প্রধান মন্ত্রীর জ্বালানি ও খনিজ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই এলাহী চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসময় তারা জানান, প্রাথমিকভাবে দুই মাসের মধ্যে দিনে ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সিএনজিতে রূপান্তরিত করে সড়ক পথে আনা হবে। চার মাসের মধ্যে এর পরিমাণ ২৫ মিলিয়ন ঘনফুট এ উন্নীত করা হবে। যেসব শিল্প প্রতিষ্ঠানে গ্যাসের চাপ কম সে সব প্রতিষ্ঠানকে অগ্রাধিকার ভিত্তিতে এই গ্যাস দেয়া হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভোলার গ্যাস জাতীয় গ্রিডে অন্তর্ভুক্ত করতে পাইপ লাইন করার পরিকল্পনাও রয়েছে বলে জানান তারা। যার মধ্যে ভোলার মানুষকে অগ্রাধিকার দিয়ে সেখানে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের প্রতিশ্রুতিও দেন তারা।

news24bd.tv/FA