সিসিটিভি ক্যামেরায় মনিটরিং, ‘নৌকার সমর্থক’ গ্রেপ্তার

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন

সিসিটিভি ক্যামেরায় মনিটরিং, ‘নৌকার সমর্থক’ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে গোপন কক্ষে প্রবেশ ও ভোটদানে প্রভাবিত করার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। সিসিটিভি ক্যামেরায় ১০১ ও ১০৩ নম্বর কেন্দ্র থেকে চিহ্নিত করে তাদের আটকের নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)।

জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তির নাম আবু তাহের সিদ্দিকী (৩০)। তাকে ১০৩ নম্বর কেন্দ্র থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি নৌকার সমর্থক। তাকে তিন দিনের সাজা দেওয়া হয়েছে। এছাড়া ১০১ নম্বর কেন্দ্র থেকে রিয়াদুল ইসলাম রিয়াজ নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা থেকে সিসিটিভি ক্যামেরায় মনিটরিং হচ্ছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ।

ইসির পঞ্চম তলায় কন্ট্রোল রুমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ মনিটরিং চলবে। সকাল থেকেই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার আহসান হাবীব খান, মো. আলমগীর, রাশেদা সুলতানা ও আনিছুর রহমান কন্ট্রোল রুমে উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

নির্বাচনে ৪৮০টি কেন্দ্রে মোট ৪ হাজার ৪৩৫টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ভোট পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিটি ভোটকক্ষে একটি করে আর কেন্দ্রপ্রতি দুটি করে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
news24bd.tvতৌহিদ