ইমরান খানের পিটিআই ছাড়ার ঘোষণা সাবেক শিক্ষামন্ত্রীর

ইমরান খানের পিটিআই ছাড়ার ঘোষণা সাবেক শিক্ষামন্ত্রীর

অনলাইন ডেস্ক

এবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ছাড়ার ঘোষণা দিলেন পাঞ্জাবের সাবেক শিক্ষামন্ত্রী মুরাদ রাস। আজ শুক্রবার লাহোরে এক সংবাদ সম্মেলনে তিনি দলত্যাগের ঘোষণা দেন।

রাস বলেন, ৯ মে যা ঘটেছিল তার জন্য নিন্দাই যথেষ্ট নয়। কখনই ভাবিনি যে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- পীর আহমদ খাগ্গা, রাজা ইয়াওয়ার সহ অন্যান্য নেতারা।

তিনি দলের বর্তমান দুর্দশার জন্য খানের উপদেষ্টাদের দায়ী করেছেন।

সাবেক প্রাদেশিক মন্ত্রী বলেন, আমরা পিটিআই-এর সহিংসতার রাজনীতিতে বিশ্বাস করি না। '

রাস বলেন, তিনি এবং প্রেস কনফারেন্সে উপস্থিত অন্যান্য রাজনীতিবিদরা একটি দল গঠন করার সিদ্ধান্ত নিয়েছিলেন যাতে পাকিস্তানের অগ্রগতির কাজ চালিয়ে যেতে পারে।

এর আগে, আরেক পিটিআই নেতা এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী ফিরদৌস আশিক আওয়ানও দল থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

সূত্র- জিও নিউজ

news24bd.tvতৌহিদ

এই রকম আরও টপিক