ধর্মীয় স্থানে খোলামেলা পোশাক পরা নারীরা ‘জোকার’ ও ‘কুঁড়ে’: কঙ্গনা

ধর্মীয় স্থানে খোলামেলা পোশাক পরা নারীরা ‘জোকার’ ও ‘কুঁড়ে’: কঙ্গনা

অনলাইন ডেস্ক

‘খোলামেলা পোশাক’ পরে ধর্মীয় স্থানে যাতায়াতকারী নারীদের বিরুদ্ধে মুখ খুললেন কঙ্গনা। তিনি ওইসব নারীদের জোকার ও ‘কুঁড়ে’ বলে সম্বোধন করেছেন। সমালোচনা করতে গিয়ে করণ জোহরকেও ছাড়েননি এ অভিনেত্রী।

আনন্দবাজারের খবরে প্রকাশ, ধর্মীয় স্থানে নারীদের খোলামেলা পোশাক পরা নিয়ে নানা সময়ে প্রশ্ন উঠেছে।

সম্প্রতি সমাজিকমাধ্যমে এক এক টুইটার ব্যবহারকারীর ছবি ঘিরে বিতর্ক দানা বাঁধে। সেই ছবিতে স্লিভলেস ক্রপ টপ ও হটপ্যান্ট পরা এক তরুণীকে হিমাচল প্রদেশের এক মন্দিরে দেখা গেছে।

মন্দির প্রাঙ্গনে এ ধরনের পোশাক পরা যে কুরুচিকর, তা নিয়ে সহমত কঙ্গনাও। সেই টুইটার ব্যবহারকারীকে সমর্থন করে কঙ্গনা লিখেছেন, এগুলো পশ্চিমা পোশাক।

তৈরি করেছেন শ্বেতাঙ্গরা। কিন্তু আমি নিজেও এ ধরনের পোশাক পরে ভাটিকানে ঢুকতে পারিনি। হোটেলে গিয়ে আমায় পোশাক বদলে আসতে বাধ্য করা হয়।

কঙ্গনা লেখেন, যাঁরা এগুলো পরেন তাঁরা জোকার। রাতে যা পরে ঘুমান সেগুলোই পরে ঘুরে বেড়াতে ভালোবাসেন তাঁরা। কারণ আর কিছুই নয়, তাঁরা ভীষণ কুঁড়ে আমার ধারণা। পোশাক বদলানোর ঝক্কি পোহাতে চান না। তবে আমার মতে এঁদের জন্য কড়া নিয়ম আনা উচিত।

এই সুযোগে পরিচালক-প্রযোজক কর্ণ জোহরকেও আর একবার দুষলেন অভিনেত্রী। তাঁর দাবি, কর্ণের মতো নির্মাতারাই পশ্চিমের সংস্কৃতিকে বেশি মদত দিয়ে দেশের পরিবেশ কলুষিত করছেন।

news24bd.tvতৌহিদ