খেলোয়াড়দেরই পুরো কৃতিত্ব দিলেন মোহামেডান কোচ

সংগৃহীত ছবি

খেলোয়াড়দেরই পুরো কৃতিত্ব দিলেন মোহামেডান কোচ

অনলাইন ডেস্ক

ফেডারেশন কাপ ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে মাঠে নামার আগে মোহামেডান কোচ আলফাজ হোসেন খেলোয়াড়দের বার্তা দিয়েছিলেন, বাড়তি কোনো চাপ নেওয়ার দরকার নেই। যার যার স্বাভাবিক খেলাটা খেলবে। আলফাজের সেই বার্তাকে অনুপ্রেরণা নিয়েই কি-না, দেশের ইতিহাসের অন্যতম সেরা ফুটবল ম্যাচ উপহার দিয়ে ১৪ বছর ফেডারেশন কাপের শিরোপা জিতলো ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি।

আজ মঙ্গলবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে টাইব্রেকারে আবাহনী লিমিটেডকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

টাইব্রেকারে আবাহনীকে হারানোর আগে অসম্ভবকেই সম্ভব করে মোহামেডান। মোটা দাগে বলতে গেলে, দলটির অধিনায়ক সোলেমান দিয়াবাতে। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর এই দিয়াবাতের জোড়া গোলে ম্যাচে ফেরে সাদা-কালো জার্সিধারীরা। নির্ধারিত সময়ে আবারও আবাহনী লিড নিলেও, ফের দলকে ম্যাচে ফেরান সেই দিয়াবাতে।

নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলের সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে দিয়াবাতে মোহামেডানকে প্রথম লিড এনে দেন। পরে আবাহনী ম্যাচে ফিরলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুর চাপ ধরে রেখে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে শিরোপা ঘরে তোলে মোহামেডান।

এমন স্মরণীয় এক ফাইনালের পর শিরোপার কৃতিত্ব পুরোটাই খেলোয়াড়দের দিয়েছেন মোহামেডান কোচ আলফাজ। ম্যাচের পর তিনি বলেন, ‘বিশাল একটা ফুটবল ম্যাচ। ব্যাকফুটে থেকে আবারও সমান সমান। এরপর লিড নিয়ে আবারও সমতা। এরপর টাইব্রেকারে জেতা-আসলে বোঝা যাচ্ছিল না কে জিতবে! সুলেমান দিয়াবাতের অসাধারণ পারফরম্যান্স; মুজাফফরভের হাত ভেঙে গেছে, তারপরও সে দলের জন্য খেলেছে। এই প্রশংসার দাবিদার সম্পূর্ণ খেলোয়াড়রা। তারা তাদের সর্বস্ব উজাড় করে খেলেছে মোহামেডানের জন্য এবং জিতেছে। ’

আজকের ম্যাচটিকে ফেডারেশন কাপের ফাইনালের ইতিহাসে সেরা হিসেবে এগিয়ে রাখছেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার আলফাজ। তিনি বলেন, ‘অনেক আগে একটা ফাইনাল ছিল, যেটা আমি নিজে খেলেছিলাম। তবে আমি আজকের ম্যাচটাকেই এগিয়ে রাখব। আজকের খেলায় বাংলাদেশ ফুটবলে আবাহনী-মোহামেডানের যে প্রতিদ্বন্দ্বিতা, তার জয় হলো। এই জয় শুধু মোহামেডানেরই নয়, ফুটবলেরই জয়। আমার জীবনের একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। ফেডারেশন কাপে খেলে এর আগে চ্যাম্পিয়ন হয়েছি, এবার কোচ হিসেবে চ্যাম্পিয়ন হয়েছি। ’

বদলি গোলরক্ষক নিয়ে টাইব্রেকারে জয় পেয়েছে মোহামেডান। তবে খেলা টাইব্রেকারে গড়ালে আহসান হাবিব বিপুকেই প্রথম পছন্দ ছিল বলে জানিয়েছেন আলফাজ। তিনি বলেন, ‘গোলরক্ষক চোট পাওয়াতে পরিবর্তন করতে হয়েছিল। একটু টেনশন হচ্ছিল। তবে আমাদের পরিকল্পনাই ছিল বিপু টাইব্রেকারে কিপিং করবে। ’

news24bd.tv/SHS