সাংবিধানিক স্বীকৃতি চায় সমতলের আদিবাসীরা, ৫ দফা দাবি

সাংবিধানিক স্বীকৃতি চায় সমতলের আদিবাসীরা, ৫ দফা দাবি

নাটোর প্রতিনিধি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন ও মন্ত্রণালয় গঠন, ৫ শতাংশ কোটাসহ ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে নাটোরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) বেলা ১১টার দিকে জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার আয়োজনে শহরের স্বাধীনতা চত্বর এলাকায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির জেলা শাখার সভাপতি প্রদীপ লাকড়া, সাধারণ সম্পাদক কালিদাস রায়, যুগ্ম সাধারণ সম্পাদক যাদু কুমার দাস, দপ্তর সম্পাদক শ্যামলাল তেলী, সদস্য মাধাই মুণ্ডা, উপদেষ্টা বাকী বিল্লাহ রশীদি, অনুপ ভট্টাচার্য, আদিবাসী যুব পরিষদের জেলা সভাপতি পরিতোষ মণ্ডা, সাধারণ সম্পাদক সুজিত তেলী বাবু, সদস্য হেমন্ত পাহান প্রমুখ।

মানববন্ধন শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে ৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রদান করেন সংগঠনের নেতাকর্মীরা।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক