যেকোনো নিষেধাজ্ঞা মোকাবিলার সামর্থ্য আমরা রাখি: কৃষিমন্ত্রী

সংগৃহীত ছবি

যেকোনো নিষেধাজ্ঞা মোকাবিলার সামর্থ্য আমরা রাখি: কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মো. আবদুর রাজ্জাক বলেছেন, ‘আমরা স্যাংশনকে ভয় পাই না। যেকোনো স্যাংশন দিক, আমরা তা মোকাবিলা করার সামর্থ্য রাখি। ’ শুক্রবার (২ জুন) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার রাণী ভবানী উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে।

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরও উন্নত হবে। বাস্তবসম্মত এ বাজেট অপ্রতিরোধ্য গতিতে বাস্তবায়িত হবে। ’

ঘোষিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেট নিয়ে তিনি বলেন, ‘বিএনপি বলে উচ্চাভিলাষী বাজেট। আমরা বলি শেখ হাসিনাই উচ্চাভিলাষী।

শেখ হাসিনা বাংলাদেশকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যই বাস্তবসম্মত বাজেট তৈরি করেছেন। ’

এবারের বাজেট কৃষিবান্ধব উল্লেখ করে আবদুর রাজ্জাক আরও বলেন, ‘বাজেটে কৃষি গবেষণা ও উন্নত জাতের বীজ ব্যবস্থাপনার জন্য ৭ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে; যাতে কৃষিনির্ভর এই বাংলাদেশের প্রতিটি কৃষকের মুখে হাসি ফোটে। শেখ হাসিনা বলেছেন পেটে খাবার থাকলে মুখে হাসি থাকে। সেই হাসি ফোটানোর জন্যই, কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্যই আমরা কাজ করে যাচ্ছি। ’

গ্রামীণ এবং পল্লী বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত করার জন্য বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

news24bd.tv/aa