মেসির বার্সায় না যাওয়ার প্রসঙ্গে যা বললেন তেভেজ

সংগৃহীত ছবি

মেসির বার্সায় না যাওয়ার প্রসঙ্গে যা বললেন তেভেজ

অনলাইন ডেস্ক

সব গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লিওলেন মেসি। শুরুতে বার্সেলোনা ও আল হিলালে যাওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। আর্জেন্টাইন মহাতারকার এই সিদ্ধান্তের পক্ষে–বিপক্ষে চলছে নানা আলোচনা।

কেউ কেউ মেসির এ সিদ্ধান্তকে ভুল বললেও অনেকেই তাঁকে সাধুবাদ জানিয়েছেন।

মেসির সাবেক আর্জেন্টাইন সতীর্থ কার্লোস তেভেজ মেসির এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, মেসি বার্সেলোনায় গেলে তাঁর কারণে সতীর্থদের বেতন কমাতে হতো। যা মেসি চাননি।

তেভেজ বলেছেন, ‘আমার মনে হয়, লিও (মেসি) নিজের অবস্থা জেনে এবং বুঝে এ সিদ্ধান্ত নিয়েছে।

সতীর্থদের বেতন কমিয়ে মেসি বার্সায় ফিরতে চায়নি। সে আবার খারাপ মানুষ হতে চায়নি। বার্সেলোনায় ফিরতে না পারা অন্য যে কারও চেয়ে তাকেই বেশি কষ্ট দেয়। ’

মেসির মায়ামিকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তেভেজ বলেছেন, ‘সে মায়ামিকে পছন্দ করে। এটা তার এবং তার পরিবারের জন্য শান্তির জায়গা। আমার মনে হয়, সে তার সেরা সিদ্ধান্ত দিয়েছে। ’

news24bd/ARH