ঠাকুরগাঁওয়ে বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ঠাকুরগাঁওয়ে বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ঠাকুরগাঁও প্রতিনিধি

‘সোনায় বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয়’-এই প্রতিপাদ্যকে সামনে সারা দেশের মতো ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।

আজ সোমবার বিকেলে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) জেলা শাখার উদ্যোগে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের স্বর্ণকারপট্টি থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও জেলা স্বর্ণকার পট্টি জুয়েলার্স সমিতি কার্যালয়ে এসে শেষ হয়।

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন বাজুস ঠাকুরগাঁও জেলার সভাপতি আমিন জুয়েলার্সের সত্ত্বাধিকারী রুহুল আমিন, সাধারণ সম্পাদক হ্যাপি জুয়েলার্সের সত্ত্বাধিকারী খোকন কুমার রায়।

বক্তরা বলেন, বাজুস কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর দেশের জুয়েলারি ব্যবসায়ীদের সম্মান বৃদ্ধি করেছেন। সারাদেশের সব জুয়েলারি ব্যবসায়ীদের এক করে দিয়েছেন। এনে দিয়েছেন এক ছাতার নিচে।

তার উদ্যোগের কারণে বাংলাদেশে জুয়েলারি সেক্টরে বিপ্লব ঘটেছে।

এসময় ঠাকুরগাঁও জেলার সকল দোকান মালিক ও শ্রমিকসহ অনেকে উপস্থিত ছিলেন।