ঋণখেলাপিদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: পরিকল্পনা মন্ত্রী

ঋণখেলাপিদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: পরিকল্পনা মন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেন, নির্বাচনকে সামনে রেখে ঋণ খেলাফি হলে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়  হবে। দেশে ঋণ খেলাপির আইন আছে। যারা ঋণ খেলাপির সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।

শনিবর দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজের একাডেমিক ভবন উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

 

মন্ত্রী আরও বলেন, ঋণ আদায় করার আইনগত ব্যবস্থা দেশে আছে। তার জন্য আলাদা কোন আইন তৈরি করা যাবে না। সরকার ঋণ খেলাপির সাথে জড়িতদের জন্য স্পেশাল কোন ব্যবস্থা গ্রহণ করতে  পারবে না। দেশের প্রচলিত আইন অনুযায়ী ঋণ খেলাপিদের জন্য ব্যবস্থা নেওয়া হবে।

জামায়াতের নিবন্ধন বিষয়ে মন্ত্রী বলেন, নিবন্ধন আমাদের বিষয় নয়, নির্বাচন কমিশনের বিষয়। নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা। জামায়াত একটি জঙ্গী সংগঠন। জামায়াতের নিবন্ধন আইন নির্বাচন কমিশন ঠিক করবে তারা তাদের নিয়ম কানুন মেনে নিবন্ধন দিয়ে থাকে।

এসময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাসুদুর রউফ পল্লব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন প্রমুখ।