অধিভুক্ত ৭ কলেজের সংকট নিরসনে এগিয়ে আসছে ঢাবি ছাত্রলীগ

সংগৃহীত ছবি

অধিভুক্ত ৭ কলেজের সংকট নিরসনে এগিয়ে আসছে ঢাবি ছাত্রলীগ

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজের একাডেমিক সংকট নিরসনে আলাদা সেল খুলে সব সমস্যা সমাধানে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার উদ্যোগ নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে টিএসসি অডিটোরিয়ামে ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।  

তারা বলেন,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা ৭ কলেজের শিক্ষার্থীরা নানাভাবে বঞ্চিত হচ্ছে। খুবেই অবহেলার শিকার হচ্ছে।

এ  সংকট নিরসনে ঢাবি ছাত্রলীগ কাজ করবে।

সুনির্দিষ্ট সিলিভাসে একই ক্যালেন্ডারে শিক্ষা-কার্যক্রম চলার দাবি করেন শিক্ষার্থীরা।  

ছাত্রলীগ নেতারা বলেন, শিক্ষার্থীদের সমস্যাগুলো দীর্ঘদিনের। কিন্তু এ বিষয়ে কারো কোনো উদ্যোগ নেই।

উল্টো অনেক অভিযোগ এসেছে- শিক্ষার্থীদের সহযোগিতার নামে অর্থ লেনদেনের। বিশ্ববিদ্যালয় দালালমুক্ত করার উদ্যোগের কথাও জানান তারা।

news24bd.tv/আইএএম