টাকা না পেয়ে চলন্ত ট্রেনে বিষধর সাপ ছেড়ে দিলেন সাপুড়ে!

সংগৃহীত ছবি

টাকা না পেয়ে চলন্ত ট্রেনে বিষধর সাপ ছেড়ে দিলেন সাপুড়ে!

অনলাইন ডেস্ক

চলন্ত ট্রেনে সাপের খেলা দেখাচ্ছিলেন চার সাপুড়ে। এর বিনিময়ে যাত্রীদের কাছ থেকে টাকা চান তারা। অনেকে তা না দিতে চাওয়ায় বাঁধে বিপত্তি। সাপুড়েরা রেগে গিয়ে ট্রেনের মেঝেতে ছেড়ে দেন বিষধর সাপ।

তা দেখে প্রাণে বাঁচতে ছুটোছুটি শুরু করেন যাত্রীরা। ভয়ানক এ ঘটনা ঘটে ভারতের হাওড়া থেকে গোয়ালিয়র যাওয়ার পথে চম্বল এক্সপ্রেসের ট্রেনে।  

যাত্রাপথে ট্রেনটি যখন একটি স্টেশন থেকে ফের যাত্রা শুরু করে তখনই একদল সাপুড়ে ওঠে পড়ে। বগির মধ্যেই সাপের খেলা দেখাতে শুরু করেন তারা।

খেলা দেখানো শেষে অনেকেই টাকা দিতে রাজি না হওয়ায় রেগে যান সাপুড়েরা। যাত্রীদের সঙ্গে শুরু হয় তর্ক বিতর্ক। এক পর্যায় সাপ ছেড়ে দেন ট্রেনের ভেতর। এতে বিপদের মধ্যে পড়ে যান যাত্রীরা।  

ট্রেনের ভেতর এমন ঘটনা আতঙ্কের পরিবেশ তৈরি করে। অনেকেই লুকিয়ে পড়েন বাথরুমে। ট্রেনের মেঝেতে কিলবিল করতে থাকে সাপ। ট্রেন তখন ছুটছে প্রচণ্ড গতিতে। ফলে কেউ নামতেও পারছিলেন না। এরই মধ্যে যাত্রীরা রেলওয়ে কন্ট্রোল রুমে ফোন করেন। পরে ট্রেন থামালে সাপুড়েরা সাপ নিয়ে সটকে পড়েন।

news24bd.tv/AA