শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শিল্পকলার বর্ণাঢ্য আয়োজন  

সংগৃহীত ছবি

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শিল্পকলার বর্ণাঢ্য আয়োজন  

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একডেমি। আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) উৎসবের শেষ দিনে অ্যাকাডেমির মূল মিলনায়তনে বর্ণাঢ্য এই আয়োজনে অংশ নেয় একঝাক শিশু-কিশোর।  

লালনগীতি পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর পরিকল্পনা ও ভাবনায় সুরের মূর্ছনায় দেশনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান অন্যান্য শিল্পীরা।

 

সমবেত সংগীত, একক সংগীত, সমবেত নৃত্যে মুখোরিত হয়ে ওঠে সাংস্কৃতিক পরিবেশনা।  

অনুষ্ঠান শেষে বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। তারা বলেন, সত্য ও সুন্দরের পাশে থেকে সব অপপ্রচারকে রুখে দিতে শেখ হাসিনার পাশে থাকবে দেশের জনগণ।
news24bd.tv/আইএএম