নির্বাচন ঘিরে তৎপরতা বাড়াতে পারে জঙ্গি সংগঠনগুলো 

সংগৃহীত ছবি

নির্বাচন ঘিরে তৎপরতা বাড়াতে পারে জঙ্গি সংগঠনগুলো 

অনলাইন ডেস্ক

জঙ্গি সংগঠনগুলো নির্বাচন সামনে রেখে তাদের তৎপরতা বাড়াতে পারে বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। আনসার আল ইসলামের নায়েবে আমির ও তার চার সহযোগীকে গ্রেপ্তারের পর রোববার (৮ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান অতিরিক্ত পুলিশ কমিশনার আসাদুজ্জামান ।  

আইনশৃঙ্খলা বাহিনীকে তারা টার্গেট করতে পারে জানিয়ে তিনি বলেন, তবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি আছে।  

শনিবার (৭ অক্টোবর) রাতে যাত্রাবাড়ী এলাকা থেকে স্পেশাল একশন গ্রুপ, সিটিটিসি, ডিএমপির টিম অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল ও ১৫ রাউন্ড গুলি জব্দ করে।

 

অতিরিক্ত পুলিশ কমিশনার আসাদুজ্জামান জানান, আদালত প্রাঙ্গণ থেকে পালানো দুই জঙ্গির সঙ্গে গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্টতা পেয়েছেন তারা। নায়েবে আমিরের নাম সাখাওয়াতুল কবির। ২০০২ সালে থেকে জঙ্গিবাদে জড়িত হন তিনি। পরে তিনি আনসার আল ইসলামে যোগ দেন।

 
২০১৫ সালে দেশে ফিরে আসার পর গ্রেপ্তার হন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। ২০১৮ সালে জামিনে বের হয়ে আবারও জঙ্গিবাদে সক্রিয়ভাবে কাজ করেন।  

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শীর্ষ আরও চার জঙ্গি সাভার, জয়দেবপুরসহ বিভিন্ন এলাকায় নানা পেশার আড়ালে উগ্রবাদী কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।

news24bd.tv/আইএএম