চলতি বছর মুক্তি পেয়েছে দক্ষিণী ছবি হিট: দ্য থার্ড কেস। অন্যদিকে সুরিয়া অভিনীত রেট্রো ছবিও মুক্তি পেয়েছে। গত ১ মে মুক্তি ছবি দুইটি বক্স অফিসে বেশ দাপট দেখাচ্ছে। তবে ২০২৪ সালে বেশ কিছু দক্ষিণী ছবি মুক্তি পায়। যা দর্শকমনে আজও দাগ কেটে রয়েছে। সেসময় কোনোটি পেয়েছে সমালোচকদের প্রশংসা, কোনোটি আবার পেয়েছে বক্স অফিসে সাফল্য। চলুন জেনে নেওয়া যাক। মহারাজা গত জুলাইয়ে নেটফ্লিক্সে মুক্তির পর থেকেই দর্শক-সমালোচকদের প্রশংসায় ভেসেছে নিথিলান স্বামীনাথন পরিচালিত সিনেমাটি। গত ১৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় মাত্র ২০ কোটি রুপি বাজেটের এই ছবি। মাত্র এক মাসেই আয় করে ১১৩ কোটি রুপি। এই তামিল সিনেমায় অভিনয় করেছেন বিজয় সেতুপতি, অনুরাগ কশ্যপ, মমতা মোহনদাস প্রমুখ। মুক্তির পর সমালোচকেরা স্বামীনাথনের চিত্রনাট্য ও পরিচালনা, বিজয় সেতুপতির অভিনয় আর সম্পাদনার প্রশংসা...
দর্শকপ্রিয় এই ১০ সিনেমা দেখেছেন কি
অনলাইন ডেস্ক

আল্লু-আমিরের বৈঠক ঘিরে গাঢ় হচ্ছে রহস্যের ঘনঘটা
নিজস্ব প্রতিবেদক

পুষ্পা ছবিখ্যাত দক্ষিণী তারকা আল্লু অর্জুন হঠাৎই পৌঁছে গেলেন আমির খানের মুম্বাইয়ের বাড়িতে। সমাজমাধ্যমে এই দুই তারকার ছবি প্রকাশ্যে আসতেই মুহূর্তেই ভাইরাল। এক ফ্যান পেজের শেয়ার করা ফ্রেমে আল্লুকে দেখা যাচ্ছে সাদা টি-শার্ট, ব্ল্যাক প্যান্ট আর ট্রেন্ডি চেন পরে একেবারে কুল লুকে। পাশে নীল প্রিন্টেড কুর্তায় সাদামাটা ভঙ্গিতে ক্যামেরাবন্দি আমির। কিন্তু এই সৌজন্য সাক্ষাৎ কি নিছকই আলাপচারিতা? না কি বলিউডের দুই ভিন্ন ধারার ছবির দুই তারকা জুটি বাঁধতে চলেছেন এক হাই-ভোল্টেজ প্রোজেক্টে? জনতামহলে এইমুহূর্তে ঘুরছে এই বড় প্রশ্ন! তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পুষ্পা: দ্য রুল-এর পর এখন আল্লু অর্জুন ব্যস্ত পরিচালক অ্যাটলির সঙ্গে তাঁর পরবর্তী ছবি AA22XA6-এর প্রস্তুতিতে। ফিজিক্যাল ট্রান্সফরমেশনের জন্য ইতিমধ্যেই তারকা ফিটনেস ট্রেনার লয়েড স্টিফেন্সের সঙ্গে...
শ্বশুরবাড়িতে গিয়ে চমকে গেলেন অভিনেত্রী
অনলাইন ডেস্ক

অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী এই মুহূর্তে কলকাতা-মুম্বাই ছুটে বেড়াচ্ছেন। কলকাতার পর অভিনেত্রীর দ্বিতীয় বাড়ি অর্থাৎ শ্বশুরবাড়ি এখন মুম্বাইতে। প্রেমিক সুমিত আরোরার সঙ্গে আংটি বদলের পর মুম্বাই শহরে নতুন করে সংসার পেতেছেন ঋতাভরী। এপ্রিলেই জীবনের নতুন অধ্যায় শুরু করেন অভিনেত্রী। তবে শ্বশুরবাড়িতে গিয়ে নাকি চমকে যান ঋতাভরী! শুধু তাই নয়, মনও ভালো হয়ে যায় তার। কারণ, সেখানে অভিনেত্রী তার প্রতিবেশী হিসেবে পেয়েছেন টালিউড অভিনেতা জিৎকে। এখন মুম্বাইতে বেশ অনেকটা সময় ধরে কাটাচ্ছেন জিৎ। তাই সেখানেই টালিউডের দুই অভিনেতা-অভিনেত্রীর দেখা-সাক্ষাতের সুযোগও রয়েছে। সম্প্রতি তাদের সাক্ষাতের ছবিও ভাইরাল। তাদের দেখা হওয়া মাত্রই প্রিয় অভিনেতার সঙ্গে ছবি তুলে সামাজিক মাধ্যমে ভাগ করলেন ঋতাভরী চক্রবর্তী। বলা যায়, আগে থেকেই জিতের সঙ্গে তার দারুণ...
বাংলাদেশি অনন্ত সিং হয়ে বড় পর্দায় জিৎ
অনলাইন ডেস্ক

ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী সৈনিক ছিলেন বাংলাদেশে জন্ম নেয়া সাহসী পুরুষ অনন্ত সিং। এবার তার বায়োপিক তৈরি হচ্ছে রুপালি পর্দায়। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ। পথিকৃৎ বসু পরিচালিত এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো বায়োপিকে কাজ করতে যাচ্ছেন জিৎ। মাসখানেকের মধ্যেই শুরু হতে যাচ্ছে সিনেমার শুটিং। সিনেমায় তুলে ধরা হবে স্বাধীনতা সংগ্রামে সক্রিয় হয়ে অনন্ত সিংয়ের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনা। সিনেমায় আরও তুলে ধরা হবে দারিদ্র, দুর্নীতি, ধনী-গরিবের ভেদাভেদ। যা দেখে অস্থির হয়ে ওঠেন অনন্ত। শুরু করেন ব্যাংক এবং বিত্তশালীদের সম্পত্তি লুট। সে অর্থ তিনি বিলিয়ে দিতেন সাধারণ মানুষের মাঝে। এমনই হৃদয়স্পর্শী গল্প নিয়ে তৈরি হচ্ছে নতুন সিনেমা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। সিনেমাটি প্রসঙ্গে জিৎ বলেন, এই ছবি করার...
সর্বশেষ
সর্বাধিক পঠিত