‘নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়া ভীতিকর হয়ে উঠতে পারে’

‘নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়া ভীতিকর হয়ে উঠতে পারে’

নিজস্ব প্রতিবেদক

শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, বড় প্রয়োজন হলে বাংলাদেশের মানুষ এক হয়ে রাস্তায় নামতে পারে। দেশে নির্বাচন আসছে তাই সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে সতর্ক থাকতেও বললেন তিনি।

তিনি আশঙ্কা করছেন, নির্বাচনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ভীতিকর হয়ে উঠতে পারে, যা সম্প্রীতি নষ্ট করবে।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্প্রীতির বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায়  এসব কথা বলেন অধ্যাপক জাফর ইকবাল।

অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবীরা বলেন, নির্বাচন আসলেই দেশের সাম্প্রদায়িক শক্তি মাথা চারা দেয়। আর যারা  অসাম্প্রদায়িকতার জন্য কাজ করে, তাদের কাজগুলো বড় শক্তিগুলোর কারণে বিলীন হয়ে যায়। শিক্ষক, সাংবাদিক, আইনজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা আলোচনায় অংশ নেনে। জাতীয় নির্বাচন সামনে রেখে অসাম্প্রদায়িক চেতনার মানুষকে একসাথে কাজ করার আহবান জানান তাঁরা।

news24bd.tv/তৌহিদ