সুনামগঞ্জে পুলিশ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া

সুনামগঞ্জে পুলিশ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া

সুনামগঞ্জ প্রতিনিধি

বিএনপি এবং সমমনা দলগুলোর ডাকা হরতালকে কেন্দ্র করে সুনামগঞ্জে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, রোববার (১৯ নভেম্বর) সকালে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড ও আরপিন নগরের রাস্তার মোড়ে বিএনপির ৩০-৪০ জন নেতাকর্মী সমবেত হয় এবং নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য তাৎক্ষণিকভাবে পুলিশ অভিযান চালায়।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে।

এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেলে পুলিশ আশেপাশের এলাকায় অভিযান চালায়ে চারজনকে আটক করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস সাংবাদিকদের জানিয়েছেন, 'হরতালকে কেন্দ্র করে নাশকতাকারীরা প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করছিল। পুলিশ ফোর্সের অভিযানে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

তিনি জানান, এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক