সেনাবাহিনী এখন অতীতের চেয়ে আধুনিক : জেনারেল শফিউদ্দিন

ফাইল ছবি

সেনাবাহিনী এখন অতীতের চেয়ে আধুনিক : জেনারেল শফিউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

অতীতের চেয়ে বাংলাদেশ সেনাবাহিনী অনেক আধুনিক এবং দেশ ও বিশ্বব্যাপী প্রশংসিত। সেইসাথে জাতির আস্থা অর্জন পদক হিসেবে সেনা মান ধরে রেখেছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকা সেনানিবাসস্থ ‘আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে’ মহান স্বাধীনতা যুদ্ধে সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত এবং অন্যান্য মুক্তিযোদ্ধা সেনাসদস্য ও তাঁদের নিকটাত্মীয়দের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সেনাপ্রধান বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়াচ্ছে। এ সময় ৭৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা ও ১৬ জন সেনা সদস্যকে শান্তিকালীন পদক প্রদান করেন সেনাপ্রধান।

এছাড়া ২০২২-২০২৩ অর্থ বছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৭ জন অসামান্য সেবা পদক ও ৯ জন বিশিষ্ট সেবা পদক প্রাপ্ত সর্বমোট ১৬ জন সেনাসদস্যকে পদক পরিধান করানো হয়।

news24bd.tv/FA