অভিভাবকদের প্রতি যে বিশেষ অনুরোধ প্রধানমন্ত্রীর

অভিভাবকদের প্রতি যে বিশেষ অনুরোধ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

এইচএসসি পরীক্ষায় অনুত্তীর্ণদের প্রতি সহানুভূতি দেখাতে অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের মনে সাহস যোগানোর কথাও বললেন তিনি।

রোববার (২৬ নভেম্বর) এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব বলেন প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন, অভিভাবকরা যদি সন্তানদের প্রতি সহানুভূতি দেখান তাহলে তারা আরও মনযোগী হবে।

তাদের গালমন্দ করা কোনোভাবেই উচিৎ নয়।

রোববার (২৬ নভেম্বর) বেলা ১১টায় ওয়েবসাইট ও স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ।

ফলাফলে দেখা গেছে, সব শিক্ষাবোর্ড মিলিয়ে পরীক্ষায় মোট পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থ। শুধু ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৫ দশমিক ৯ শতাংশ।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক