এমপি প্রার্থীর কাছ থেকে টাকা নেয়ায় পুলিশ কর্মকর্তা ক্লোজড

এমপি প্রার্থীর কাছ থেকে টাকা নেয়ায় পুলিশ কর্মকর্তা ক্লোজড

যশোর প্রতিনিধি

যশোরে মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক জন সংসদ সদস্য প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কে ক্লোজ করা হয়েছে।

অভিযুক্ত এএসআই রহমত এখন পুলিশ লাইনে ক্লোজ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতয়ালী থানা পুলিশের ওসি মো. আব্দুর রাজ্জাক।

তিনি জানান, যশোর-৪ আসনের বিএনএম মনোনীত প্রার্থী সুকৃতি মণ্ডল গত বৃহস্পতিবার দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কাছে তার মনোনয়নপত্র দেন।

পরে তিনি রিটার্নিং অফিসারের অফিস বেরিয়ে এসে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দায়িত্ব পালনরত কোতয়ালী থানা পুলিশের এএসআই রহমতকে খাবারের জন্য টাকা দেন।

এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে পুলিশ সুপারের নজরে আসে। এর প্রেক্ষিতে যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এএসআই রহমতকে পুলিশ লাইন্সে ক্লোজের আদেশ দিয়েছেন।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক