পরেরবার মস্কোতে দেখা হবে: সালমানকে পুতিন

সংগৃহীত ছবি

পরেরবার মস্কোতে দেখা হবে: সালমানকে পুতিন

অনলাইন ডেস্ক

সৌদি  আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের রাশিয়া সফর শেষ মুহূর্তে বাতিল হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিজেই দেখা করতে চলে এসেছেন সৌদি আরবে। বলেছেন, পরেরবার দেখা হবে মস্কোতে। রাজি হয়েছেন সালমান নিজেও।

পুতিন ঠিক কেনো রিয়াদে এসেছেন সে ব্যাপারে জল্পনা-কল্পনা চলছে। সফরে এসে তিনি সালমানকে বলেন, আমি আপনার জন্য মস্কোতে অপেক্ষা করেছিলাম। প্রত্যুত্তরে সালমান একগাল হেসে বলেন, অনিবার্য কারণবশত আমাকে সফরটি বাতিল করতে হয়েছিলো।

পরেরবার আর মিস হবে না বলে এসময় প্রত্যয় ব্যক্ত করেন সালমান।

রাশিয়া এবং সৌদি আরবের মধ্যকার যৌথ সমন্বয়ের প্রশংসা করেছেন সালমান। তিনি বলেন, আমাদের এই যৌথ উদ্যোগের ফলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে। আমরা দুই দেশ একে অপরের জন্য, মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য এবং গোটা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি।

পুতিনের সৌদি সফর এমন একটা সময়ে হচ্ছে যখন তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক প্লাসের প্রতিশ্রুতির ফলে বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ওপেক প্লাসের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে তেলের দাম কমানোর ব্যাপারে সহযোগিতা চলমান থাকবে।  

news24bd.tv/ab