গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনের বিরুদ্ধে পোশাক শ্রমিকদের মানববন্ধন

সংগৃহীত ছবি

গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনের বিরুদ্ধে পোশাক শ্রমিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের গার্মেন্টস শিল্প নিয়ে যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনকে ভুয়া দাবি করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার(২ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনসহ ১২টি শ্রমিক সংগঠন গার্ডিয়ানের প্রতিবেদনের বিরুদ্ধে মানববন্ধন করে।

পোশাক শ্রমিকদের দাবি, নারী শ্রমিকরা পরিশ্রম করে নিজের পাঁয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি অবদান রাখছে দেশের অর্থনীতিতেও।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যমটি প্রতিবেদনে নারী শ্রমিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছে- এমন দাবি করে অবিলম্বে দ্য গার্ডিয়ানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন পোষাক শ্রমিকরা।

এছাড়াও, প্রতিবেদনটির অনুবাদ প্রকাশ করায় দৈনিক মানবজমিনকেও ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় মানবজমিন কার্যালয় ঘেরাওয়ের হুমকি দিয়েছেন তারা।

news24bd.tv/ab