ক্রিকেটে ফের করোনার আঘাত 

ক্রিকেটে ফের করোনার আঘাত 

অনলাইন ডেস্ক

নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট। সেই ধাক্কা লেগেছে ক্রিকেটেও। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নিউজিল্যান্ড ওপেনার ডেভন কনওয়ে। এ কারণে আজ ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে খেলা হবে না তার।

কনওয়ে ছাড়াও করোনায় আক্রান্ত হয়েছে কিউই বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস।  

করোনায় আক্রান্ত হওয়ায় বর্তমানে টিম হোটেলে আইসোলেশনে আছেন কনওয়ে। এ বিষয়ে বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট বলেছে, ‘কোভিড পজিটিভ হওয়ায় পাকিস্তানের বিপক্ষে চতুর্থ টি২০ ম্যাচ থেকে ছিটকে পড়েছেন ডেভন কনওয়ে। গতকাল পজিটিভ হওয়ার পর ক্রাইস্টচার্চে টিম হোটেলে আইসোলেশনে আছেন কনওয়ে।

ক্যান্টারবেরি কিংসের ব্যাটসম্যান শাদ বোয়েজ আজ স্কোয়াডে যোগ দেবেন। ’

বোলিং কোচ অ্যাডামসও হোটেলে আইসোলেশনে আছেন। ক্যান্টারবেরির ডেভেলপমেন্ট কোচ ব্রেন্ডন ডনকার্স আজকের ম্যাচে দলের সঙ্গে যোগ দেবেন অ্যাডামসের জায়গায়।

বিশ্বব্যাপী করোনা মহামারির প্রকোপ অনেক কমলেও হঠাৎই এ ভাইরাস আঘাত করছে নিউজিল্যান্ড দলে। ১২ জানুয়ারি করোনা পজিটিভ হন নিউজিল্যান্ড অলরাউন্ডার মিচেল স্যান্টনার। সে জন্য প্রথম ম্যাচে খেলতে না পারলেও দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে খেলেছেন এই স্পিন অলরাউন্ডার।

পাঁচ ম্যাচের এই সিরিজ ৩-০ ব্যবধানে আগেই জিতে নিয়েছে নিউজিল্যান্ড।

news24bd.tv/SHS 

এই রকম আরও টপিক