বিদেশি ব্র্যান্ডগুলো পোশাক খাতের রক্ত চুষে খাচ্ছে, অভিযোগ ব্যবসায়ীদের

বিদেশি ব্র্যান্ডগুলো বাংলাদেশের পোশাক খাতের রক্ত চুষে খাচ্ছে বলে অভিযোগ করেছেন গার্মেন্টস ব্যবসায়ীরা।

বিদেশি ব্র্যান্ডগুলো পোশাক খাতের রক্ত চুষে খাচ্ছে, অভিযোগ ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক

বিদেশি ব্র্যান্ডগুলো বাংলাদেশের পোশাক খাতের রক্ত চুষে খাচ্ছে বলে অভিযোগ করেছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। পাশাপাশি, আইন ক্রেতা-বিক্রেতা দুপক্ষের মধ্যেই সমানভাবে বাস্তবায়ন হওয়া জরুরি উল্লেখ করে একটি ইউনিফায়েড অডিট সিস্টেমের দাবি জানিয়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা।  

মঙ্গলবার(২৩ জানুয়ারি) ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সাথে এক বৈঠকে এ সকল কথা বলেন গার্মেন্টস ব্যবসায়ীরা।

বৈঠকে পোশাক শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধ, ন্যায্য মজুরি নিশ্চিতসহ নানা প্রস্তাব করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা।

এর জবাবে গার্মেন্টস শিল্প মালিকরা বলেছেন, পোশাক খাতে বাংলাদেশ যে কর্মপরিবেশ নিশ্চিত করেছে বিশ্বের কোথাও নেই। এরপরও নতুন শর্ত দেয়া হলে এ খাত ধ্বংস হয়ে যাবে।

ব্যবসায়ীরা ইইউ প্রতিনিধিদের বলেন, আপনাদের ক্রেতারা পণ্যের সঠিক দাম দিচ্ছে না অথচ আপনারা নানা শর্ত দিচ্ছেন যা অন্যায্য।

ব্যবসায়ীদের অভিযোগের জবাবে অনুষ্ঠানে ইইউ রাষ্ট্রদুত চার্লস হোয়াইটলি বলেন, প্রাইভেট সেক্টরের সঙ্গে ব্যবসায়িক ডিল হওয়ায় এ বিষয়ে আমরা কিছু করতে পারি না।

তবে ব্যবসা কোনো চ্যারিটি নয়। দুপক্ষই সমান লাভবান হওয়া উচিত।

news24bd.tv/ab