রাবিতে ভবন ধস: সুষ্ঠু তদন্ত ও ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভবন ধসের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন - নিউজ টোয়েন্টিফোর

রাবিতে ভবন ধস: সুষ্ঠু তদন্ত ও ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের দাবি

অনলাইন ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভবন ধসের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়িত্বে অবহেলায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে শিক্ষক-শিক্ষার্থীরা।

আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়। এছাড়া পুনরায় ভবনের গুণগত মান পরীক্ষা করে নির্মাণকাজ শুরু করার দাবিও জানান তারা।  

এসময় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়গুলো এখন অনিরাপদ হয়ে উঠছে।

এখানে দুর্বৃত্তায়ন ঘাঁটি গেড়ে বসেছে। তবে তাড়াহুড়ো করে নির্মাণকাজ করাটা মোটেও নিরাপদ নয়।

রাবিতে ভবন ধসের ঘটনাটি কোনো দুর্ঘটনা নয় দাবি করে ঠিকাদারি প্রতিষ্ঠানের চরম গাফিলতি হিসেবে উল্লেখ করা হয়। ফলে এ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের দাবিও জানান তারা।

news24bd.tv/SHS