'অলংকার নারীর অহংকার', বাজুস ফেয়ারে গায়িকা মমতাজ 

'অলংকার নারীর অহংকার', বাজুস ফেয়ারে গায়িকা মমতাজ 

অনলাইন ডেস্ক

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে শুরু হয়ে ‘বাজুস ফেয়ার ২০২৪’। বর্ণাঢ্য আয়োজনে দেশে তৃতীয়বারের মতো শুরু হলো ‘বাজুস ফেয়ার’। বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ।

এবারই প্রথম 'বাজুস' ফেয়ারে আসেন মমতাজ।

বলেন, দারুণ আয়োজন হয়েছে এবারের ‘বাজুস ফেয়ার’। বড় সব নামকরা ব্যবসায়ীরা এসেছেন এখানে। সুন্দর সব গহনা কালেকশন আছে এখানে। 'বাজুস' ফেয়ারে এসে নিজের ভালো লাগার কথা জানান এই গায়িকা।

এসময় তিনি বলেন, নারীর অহংকারই হলো অলংকার। পুরোনো দিনের গহনার কালেকশনগুলো আবার নতুন করে তুলে ধরার আহবান জানান মমতাজ।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মমতাজ কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ''ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ বাজুস'' মনোনীত করায় ধন্যবাদ বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরসহ বাজুসের সকল কর্মকর্তাকে।

হ
বাজুস ফেয়ারে মমতাজ।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ সফল বাস্তবায়ন এবং দেশের জুয়েলারি শিল্পদের হাতে গড়া অলংকার দেশে- বিদেশে তুলে ধরতে ও পরিচিতি বাড়তে এ ফেয়ারের আয়োজন করা হয়েছে। এবারের মেলার প্রতিপাদ্য - ‘সোনায় বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয়’।

news24bd.tv/TR