যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতা মিন্টু রহমান আর নেই

মিন্টু রহমান

যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতা মিন্টু রহমান আর নেই

অনলাইন ডেস্ক

জর্জিয়ার সিনেটর শেখ রহমানের ভগ্নীপতি এবং জর্জিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মিন্টু রহমান আটলান্টাস্থ নর্থসাইড হাসপাতালে শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

কয়েক সপ্তাহ আগে এই হাসপাতালে ওপেন হার্ট সার্জারির পর ৭২ বছর বয়েসী মিন্টু রহমান আর সুস্থ হয়ে উঠতে পারেননি। মৃত্যুকালে তিনি স্ত্রী নাদিরা রহমান (জর্জিয়া বাংলাদেশ সমিতির সভাপতি) এবং এক ছেলে ও এক কন্যা, ছোটভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।  

মিন্টু রহমানের নামাজে জানাযা একইদিন দুপুরে আটলান্টাস্থ মুসলিম সেন্টারে অনুষ্ঠানের পর বেথেলহেমের নিউ মুসলিম কবরস্থানে দাফন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে বলা হয়েছে।

 

নরসিংদি জেলার কবি ও ষাটের দশকে কৃষক সমিতির নেতা মরহুম গোলাম রহমানের পুত্র মিন্টু রহমান যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বসতি গড়লেও সাংগঠনিক দক্ষতা ও নীতিবাদ মানুষ হিসেবে সমগ্র উত্তর আমেরিকাতেই বিশেষভাবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।  

news24bd.tv/কেআই