মুক্তি পেল সৃজিতের 'অতি উত্তম' 

মুক্তি পেল সৃজিতের 'অতি উত্তম' 

অনলাইন ডেস্ক

পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জি পরিচালিত 'অতি উত্তম' সিনেমা। শুক্রবার মুক্তি পায় সিনেমাটি।

এর আগে এই সিনেমার টিজার ও ট্রেলার প্রকাশ্যে আসার পর স্পষ্ট হলো, মহানায়ক উত্তম কুমার সিনেমাটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। সিনেমার প্রকাশের পর তাই দেখলো দর্ধক।

৪২ বছর পর শুক্রবার (২২ মার্চ) আবার উত্তম কুমারের ভক্ত, অনুরাগীরা পর্দায় দেখলেন উত্তম কুমারের ছবি ‘অতি উত্তম’।  

ছবিতে অভিনয় করেছেন স্বয়ং উত্তমকুমার! আরও আছেন তাঁর নিজের নাতি গৌরব চট্টোপাধ্যায়, অনিন্দ্য সেনগুপ্ত ও রোশনি ভট্টাচার্যসহ অনেকে।  

সিনেমায় স্বয়ং উত্তমকুমার কিন্তু কীভাবে এটা সম্ভব করলেন পরিচালক? ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা জানিয়েছে, ছবিটিতে উত্তম কুমারের চরিত্রে তাঁকেই দেখা যাবে। ছবির গল্প আবর্তিত হবে কৃষ্ণেন্দু (অনিন্দ্য সেনগুপ্ত) ও সোহিনীকে (রোশনি ভট্টাচার্য) ঘিরে।

তাঁদের প্রেমের অনেকটাই জুড়ে আছেন উত্তম কুমার। উত্তম কুমারের নাতির চরিত্রে থাকছেন গৌরব চট্টোপাধ্যায়।

এই গল্পের চরিত্র কৃষ্ণেন্দু আদতে একজন গবেষক। তাঁর গবেষণার বিষয় হলেন উত্তম কুমার। কিন্তু এদিকে গবেষকের প্রেমজীবনে আবির্ভাব হয় সমস্যার। সেই সমস্যা সমাধান করার জন্যই তিনি শরণ নেন বাংলা ও বাঙালির রোমান্টিক নায়ক উত্তম কুমারের। কীভাবে? সেটাই দেখা যাবে ছবিতে। ছবিতে ভিএফএক্সের মাধ্যমে অভিনয় করতে দেখা যাবে উত্তমকুমারকে। উত্তমকুমারের করা চরিত্র বা ছবির ফুটেজ কেটে কেটে এখানে তাঁর চরিত্রকে জীবন্ত করে তোলা হয়েছে।

সিনেমা নিয়ে পরিচালক জানান, তিনি সিনেমাটি তৈরি করেছেন নিজস্ব ভালো লাগার জায়গা থেকে ও দর্শকের কথা ভেবে।

news24bd.tv/TR