মেঘনায় ১৫ হাজার তরমুজ নিয়ে ডুবে গেলো ট্রলার

সংগৃহীত ছবি

মেঘনায় ১৫ হাজার তরমুজ নিয়ে ডুবে গেলো ট্রলার

নিজস্ব প্রতিবেদক

ঝড়ের কবলে পড়ে চাঁদপুরের মেঘনায় ডুবে গেলো ১৫ হাজার তরমুজ বোঝাই ট্রলার। এ দুর্ঘটনার পর নিখোঁজ একজনকে ২ ঘণ্টা পর উদ্ধার করা হয়।

রোববার (২৪ মার্চ) সন্ধ্যার পর জেলার হাইমচরের মেঘনা নদীর মাঝেরচর এলাকায় এমন দুর্ঘটনা ঘটে। এতে ঘটনায় সাতজন সাঁতরে নদীর তীরে উঠে প্রাণে রক্ষা পান।

তবে আমজাদ মাঝি (৩৫) নিখোঁজ ওই ব্যক্তিকে ২ ঘণ্টা পর অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

নীলকমল ফাঁড়ির নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডুবে যাওয়া তরমুজ বোঝাই ট্রলারটি ভোলার বৈরাগীরচর থেকে ঢাকার বাদামতলী ঘাটে যাচ্ছিল। ঝড়ের কবলে পড়ার ৪ ঘণ্টা আগে ট্রলারটি ওই এলাকা থেকে ১৫ হাজার পিস তরমুজ নিয়ে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করে।

এর মধ্যে চাঁদপুর সীমানার মেঘনা নদীতে আসামাত্র ঝড়ের কবলে পড়ে।

এ সময় হাইমচরের মাঝেরচর এলাকায় প্রচণ্ড ঢেউ সামলাতে না পেরে মুহূর্তের মধ্যে ডুবে যায়। দুর্ঘটনার সংবাদ পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।

তবে ডুবে যাওয়া ট্রলারটি শেষ পর্যন্ত খুঁজে পাওয়া যাবে কী না। তা অনিশ্চয়তা রয়েছে। কারণ, নদীর যেখানে ট্রলারটি ডুবেছে। সেই এলাকার নদীর তলদেশ বেশ গভীর।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক