সরকারি জাকাত তহবিল শক্তিশালী হলে এ দেশের দরিদ্র মানুষের ভাগ্য বদলে যাবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, সরকারি জাকাত তহবিল দারিদ্র্য বিমোচনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে। এ তহবিলকে শক্তিশালী করার মাধ্যমে দারিদ্র্য নিরসন কার্যক্রমকে বেগবান করা সম্ভব। মঙ্গলবার (২৪ মে) বিকালে জেলার সাতকানিয়া উপজেলার বাবুনগর জামে মসজিদ প্রাঙ্গণে স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মধ্যে সরকারি যাকাত তহবিলের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। জাকাত গ্রহীতাদের উদ্দেশ্যে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, সরকারি জাকাত তহবিল হতে প্রাপ্ত অর্থ পরিকল্পিতভাবে কাজে লাগাতে হবে। নিজেকে স্বাবলম্বী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে এ অর্থ বিনিয়োগ করতে হবে। আয়বর্ধক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, গবাদিপশু ও...
‘সরকারি জাকাত তহবিল শক্তিশালী হলে দরিদ্র মানুষের ভাগ্য বদলে যাবে’
অনলাইন ডেস্ক

‘বাংলাদেশ-চীন অংশীদারিত্ব এখন ইতিহাসের সেরা পর্যায়ে’
অনলাইন ডেস্ক

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ-চীন ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব এখন ইতিহাসের সেরা পর্যায়ে রয়েছে। গত সোমবার সন্ধ্যায় চীনা দূতাবাসে ২০২৫ সালের বাংলাদেশি কূটনীতিকদের প্রশিক্ষণ কর্মসূচির জন্য আয়োজিত সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি এ মন্তব্য করেন। আজ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। রাষ্ট্রদূত উল্লেখ করেছেন যে, সাংহাই ও বেইজিংয়ে বিষয়ভিত্তিক সেমিনার ও মাঠ পর্যায়ে পরিদর্শনের মাধ্যমে, তরুণ বাংলাদেশি কূটনীতিকরা চীনা আধুনিকীকরণ অনুশীলন সম্পর্কে গভীর ধারণা অর্জন করেছেন। আরও পড়ুন সচিব পদে বড় রদবদল ২৭ মে, ২০২৫ তিনি আরও বলেন, তরুণ কূটনীতিকরা কেবল দ্বিপাক্ষিক বন্ধুত্বের উত্তরাধিকারীই নন, বরং তারা ভবিষ্যতের সহযোগিতার ধারক। রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, এই...
মাথাপিছু আয় বেড়ে ২৭৩৮ ডলার
নিজস্ব প্রতিবেদক

দেশে মানুষের মাথাপিছু আয় বেড়েছে ৮২ ডলার। চলতি অর্থবছরে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৮২০ মার্কিন ডলার। গত বছর যা ছিল ২ হাজার ৭৩৮ ডলার। মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৪-২৫ অর্থবছরের মাথাপিছু আয়ের এ তথ্য প্রকাশ করেছে। সেখানে সাময়িক হিসাব দেওয়া হয়েছে মোট দেশজ উৎপাদনের (জিডিপি)। বিবিএসের তথ্যমতে, ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৯৩ ডলার। এরপর ২০২২-২৩ অর্থবছরের মাথাপিছু আয় কমে দাঁড়ায় ২ হাজার ৭৪৯ ডলারে। গত অর্থবছরে তা আরও কমে ২৭৩৮ ডলার হয়। আরও পড়ুন সচিব পদে বড় রদবদল ২৭ মে, ২০২৫ মূলত ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় বিবিএসের হিসাবে মাথাপিছু আয়ের পার্থক্য হয়। চলতি অর্থবছরের বিবিএসের মাথাপিছু আয় হিসাব করতে প্রতি ডলারের গড় বিনিময় হার ধরা হয়েছে ১২০ টাকা ২৯ পয়সা। গতবার এই বিনিময় হার ধরা হয়েছিল ১১১ টাকা ৬ পয়সা।...
সচিব পদে বড় রদবদল
নিজস্ব প্রতিবেদক

সচিব পদে বড় রদবদল হয়েছে। তিন অতিরিক্ত সচিবকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত তিন প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, পাঁচ মাস পর পূর্ণ সচিব পেয়েছে তথ্য কমিশন। বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের পরিচালক, অতিরিক্ত সচিব হাওলাদার মো. রকিবুল বারীকে প্রেষণে তথ্য কমিশনের সচিব নিয়োগ দেওয়া হয়েছে। গত বছরের ৫ আগস্ট অভ্যুত্থানে সরকার পতনের পর ঢিলেঢালাভাবে চলছিল তথ্য কমিশনের কার্যক্রম। গত ৫ সেপ্টেম্বর প্রধান তথ্য কমিশনার আবদুল মালেক ও তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক পদত্যাগ করেন। গত ২০ জানুয়ারি তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে অপসারণ করে সরকার। গত বছরের ৩ সেপ্টেম্বর তথ্য কমিশনের সচিব জুবাইদা নাসরীনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। তারপর একজন অতিরিক্ত সচিবকে তথ্য কমিশনের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছিল। চাকরির মেয়াদ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর