দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৭ মে) পর্যন্ত দেশের মোট (গ্রস) রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় দুই হাজার ৫৮০ কোটি ডলার বা ২৫ দশমিক ৮০ বিলিয়ন মার্কিন ডলারে। মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। এর আগে, চলতি মাসের ২২ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ২ হাজার ৫৬৪ কোটি ২৭ লাখ ৪০ হাজার বা ২৫ দশমিক ৬৪ বিলিয়ন মার্কিন ডলারে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২ হাজার ২৭ কোটি ২৭ লাখ ডলার বা ২০ দশমিক ২৭ বিলিয়ন ডলার। উল্লেখ্য, নিট রিজার্ভ (প্রকৃত রিজার্ভ) গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।...
দেশের রিজার্ভ আরও বেড়েছে
অনলাইন ডেস্ক

বিও হিসাব রক্ষণাবেক্ষণ ফি কমানোর সিদ্ধান্ত
প্রেস বিজ্ঞপ্তি

বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব রক্ষণাবেক্ষণ ফি ৪৫০ থেকে কমিয়ে ১৫০ টাকা করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (২৭ মে) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৫৬তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে প্রতি বছর ৪৫০ টাকা হারে আদায় করা বিও হিসাব ফি কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হবে। দ্রুত এ বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর করা হবে। তিনি জানান, দেশের পুঁজিবাজারে বিও হিসাবের মেইনটেন্যান্স (রক্ষণাবেক্ষণ) ফি ৪৫০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশন সভায়। এ বিষয়ে আইনি...
অন্তবর্তী সরকারের বাজেটে কর্মসংস্থান সৃষ্টির সুস্পষ্ট রূপরেখা নেই: দেবপ্রিয় ভট্টাচার্য
নিজস্ব প্রতিবেদক

দেশে বৈষম্যবিরোধী আন্দোলন হলেও অন্তবর্তী সরকারের বাজেটে কর্মসংস্থান সৃষ্টির সুস্পষ্ট রূপরেখা নেই বলে অভিযোগ করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। মঙ্গলবার (২৭ মে) রাজধানীর তেজগাঁও বেসরকারি টেলিভিশন এনটিভি ও এফবিসিসিআইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত কেমন বাজেট চাই শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, গত ৯ মাসে কমপক্ষে দেশের ২৭ লাখ মানুষ কর্মসংস্থান হারিয়েছেন। যাদের মধ্যে ১৮ লাখই নারী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান অভিযোগ করেন, এ বাজেটে মানুষের মতামত নেওয়া হয়নি। ব্যবসায়ী প্রতিনিধিরা বলেন, রপ্তানি বাজারে টিকে থাকতে নগদ প্রণোদনা না দিলে বিকল্প কি হবে, সেটা বাজেটে দেখতে চান তারা। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসাবান্ধব একটি বাজেট দিতে চায় সরকার। তবে এবারের বাজেটে কর অব্যাহতি...
দুর্বল ব্যাংক নিয়ন্ত্রণের পর একীভূতকরণ, দুশ্চিন্তার কারণ নেই: গভর্নর
নিজস্ব প্রতিবেদক

দুর্বল ব্যাংকগুলোর একীভূতকরণের আগে সরকার সেগুলোর নিয়ন্ত্রণ নেবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মঞ্জুর। মঙ্গলবার (২৭ মে) ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমানতকারীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, কারণ তারা একটি শক্তিশালী ব্যাংকের অংশ হয়ে যাবেন। তিনি আমানতকারীদের প্রতি আহ্বান জানান, তারা যেন টাকা উত্তোলন না করেন, কারণ সরকার নিয়ন্ত্রণ নেওয়ায় তাদের আমানত নিরাপদই থাকবে। একীভূতকরণের আগে ব্যাংক রেজল্যুশন ফান্ড গঠনের জন্য কেন্দ্রীয় ব্যাংক তহবিল সংগ্রহ করবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে প্রতিবন্ধতার মুখে ফেলা হবে না। আগের আওয়ামী লীগ সরকারের সময়ে পাচার হওয়া অর্থ প্রসঙ্গে তিনি বলেন, ওই সময়ে ১৮ থেকে ২০ বিলিয়ন ডলার পাচার হয়েছে এবং এ অর্থ ফেরত আনতে তিন থেকে পাঁচ বছর...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর