মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরের বাংলাটাউনে গাড়ি দুর্ঘটনা নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে গুলিবিদ্ধ হয়ে আবদুল আহাদ নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন, যাদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন। গত রোববার (২৫ মে) স্থানীয় সময় রাতে এ ঘটনা ঘটে। নিহত আবদুল আহাদ ডেট্রয়েটের ম্যাগডুগাল স্ট্রিটের বাসিন্দা শফিক আলীর ছেলে। তার দেশের বাড়ি সুনামগঞ্জ জেলার বিশ্বনাথ উপজেলার দোহাল পীরেরবাড়ি গ্রামে। মঙ্গলবার (২৭ মে) খবরটি গণমাধ্যমের সামনে আসে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, একটি গাড়ি আরেকটিতে ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। বিষয়টি সালিশে মেটাতে গিয়ে বচসা, তারপর হাতাহাতি এবং একপর্যায়ে গুলি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন মাসুম আহমেদ...
মিশিগানে গুলিবিদ্ধ হয়ে নিহত বাংলাদেশি যুবক
অনলাইন ডেস্ক

প্রবাসীদের জন্য মালয়েশিয়া সরকারের নতুন উদ্যোগ
অনলাইন ডেস্ক

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের জন্য নতুন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। বিদেশি শ্রমিকদের জন্য পরিচয়পত্র (আই কার্ড) প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার। পরিচয়পত্রটির নাম দেওয়া হয়েছে আই ক্যাড। মঙ্গলবার (২৭ মে) দেশটির অভিবাসন বিভাগের অফিশিয়াল ফেসবুক পেজে আই কার্ড সম্পর্কিত এই তথ্য জানানো হয়। অত্যাধুনিক প্রযুক্তির এই পরিচয়পত্রে সংযুক্ত চিপে একজন শ্রমিকের বায়োমেট্রিক তথ্য, আঙ্গুলের ছাপ এবং মালয়েশিয়ার কোন কোন সেক্টরে কতদিন ধরে তারা কাজ করছেন- সব তথ্য সংগৃহীত থাকবে। এই কার্ডটিতে যে বার কোড থাকবে সেটি স্ক্যান করে অভিবাসন কর্মকর্তারা মুহূর্তেই পেয়ে যাবেন একজন অভিবাসী শ্রমিকের সব তথ্য। বলা হচ্ছে, কার্ডটি জালিয়াতি করা খুবই কঠিন হবে। এ ছাড়া অবৈধ অভিবাসী শ্রমিকদের চিহ্নিত করা যাবে এই পরিচয়পত্রের মাধ্যমে। প্রতি বছর কর্মীদের ভিসা নবায়নের সময়...
কানাডায় ম্যারাথনে দৌড়ালেন প্রবাসী বাংলাদেশিরা
অনলাইন ডেস্ক

কানাডার ক্যালগেরিতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা, যেখানে অংশ নেন হাজারো প্রতিযোগী। কানাডায় সম্প্রতি ম্যারাথন অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রায় চার হাজার পাঁচশজন প্রতিযোগী অংশগ্রহণ করেন। ফুল ম্যারাথন (অর্থাৎ ৪২.২ কি. মি.) ক্যাটাগড়িতে ৬০০ থেকে ১০০০ জন অংশগ্রহণ করেন। এবারও এতে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা, যার মধ্যে ছিলেন নাট্য নির্দেশক জাহিদ হক, সংগীতশিল্পী শারমিন ইয়াসিন এবং তাজিয়া খুশবুর মতো মুখ। দেশ থেকে হাজার মাইল দূরে হলেও ক্যালগেরির রাস্তায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তারা। এই প্রতিযোগিতায় দুই বছরের শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ সবার বিভিন্ন দূরত্বের দৌড় কিংবা হাঁটায় অংশগ্রহণের মাধ্যমে পুরো ক্যালগেরি নগরী উৎসবমুখর হয়ে উঠে। প্রতিযোগিতায় বিভিন্ন দূরত্বের মধ্যে আলট্রা (৫০ কি. মি.), ফুল (৪২.২ কি. মি.) আর হাফ (২১.১ কি. মি.)...
দোহায় মুনিরীয়া তবলিগের সেমিনার অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক

কাতারের রাজধানী দোহার নাজমায় আত্মশুদ্ধি ও ত্যাগের মহান শিক্ষার পাঠশালা গাউছুল আজম দরবার শরীফ শীর্ষক এশায়াত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) দোহার নাজমায়, আফগানি ইউনিয়ন মানডি অ্যান্ড বুখারী রেস্টুরেন্টের হল রুমে মুনিরীয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশ ৫৯ নম্বর দোহা শাখার উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। দোহা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মঈনউদ্দিনের সভাপতিত্বে এবং মোহাম্মদ বোরহান উদ্দিন ও মোহাম্মদ কুতুব উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য দেন- ৫৯ নম্বর দোহা শাখার এশায়াত সম্পাদক মৌলানা মোহাম্মদ ইরফান উদ্দীন। সেমিনারের প্রবন্ধ পাঠ করেন দোহা শাখার সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ শাখাওয়াত হোসেন। প্রবন্ধের আলোকে বক্তব্য দেন- ১৫৭ নম্বর শাহানিয়া শাখার আহ্বায়ক, ইসলামি চিন্তাবিধ আলহাজ্ব মুহাম্মদ তৌহিদুল আলম শাহ। এতে আরও...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর