জনসাধারণের আস্থা নষ্ট করে এমন কিছু না করতে সরকারককে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যেকোনো অন্তর্বর্তীকালীন সরকারের জন্য নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতাই সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদ যেন নষ্ট না হয়। বুধবার (২৮ মে) সন্ধায় নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই আহ্বান জানান তিনি। এর আগে বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেসবুক পোস্টে তিনি জানান, আমি প্রায়ই একটি কথা বলি যা বারবার বলার মতো গুরুত্বপূর্ণ: কাগজে-কলমে পাঠ্য বা প্রতিষ্ঠানের সংস্কারের চেয়ে ব্যক্তিগত মানসিকতার পরিবর্তন অনেক বেশি জরুরি। উদাহরণস্বরূপ, উত্তর কোরিয়ার সংবিধানে দেশটিকে গণতান্ত্রিক জনগণের প্রজাতন্ত্রী কোরিয়া বলা...
‘এমন কিছু করা উচিত নয়, যা জনসাধারণের আস্থা নষ্ট করে’
নিজস্ব প্রতিবেদক

সবাই চলে গেলেও সমাবেশস্থলে রয়ে গেলেন তারা, করছেন সাফাইয়ের কাজ
নিজস্ব প্রতিবেদক

তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত সমাবেশ শেষে সমাবেশস্থল নিজেরাই পরিষ্কারে নেমেছেন জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। সমাবেশ শেষে বুধবার (২৮ মে) দিবাগত রাতে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাদের ময়লা-আবর্জনা পরিষ্কার করতে দেখা যায়। এতে অংশগ্রহণ করেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। এ সময় তাদের সঙ্গে ছিলেন- আরও অনেক কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা। নেতৃবৃন্দের দাবি, পরিবেশ পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্বেরই অংশ। এর আগে একই দিন বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও পড়ুন পরিবারের নারী...
নির্বাচন বিলম্বিত করতে দেশে-বিদেশে ষড়যন্ত্র করছে সরকার: খন্দকার মোশাররফ
নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আমরা এই সরকারকে সমর্থন ও সাহস দিয়েছি, আশা করি অতি দ্রুত মানুষের নির্বাচনের অধিকার ফিরিয়ে দেবে। আমরা বারবার তাদের বোঝানোর চেষ্টা করেছি কেন অতি দ্রুত নির্বাচন দরকার। কারণ, সরকার দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র করছে। নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা ষড়যন্ত্র করছে। তা না হলে সংস্কার ও মামলার বিষয়টিকে নির্বাচনের সঙ্গে কেন যুক্ত করা হবে। বুধবার (২৮ মে) বিকালে রাজধানীর নয়া পল্টনে আয়োজিত তারুণ্যের সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এমন প্রত্যাশার কথা জানান। বিএনপি নেতা বলেন, আমরা চাই নির্বাচনের সংস্কার অতি দ্রুত শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হোক। তা না হলে তারুণ্যকে নিয়ে আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করব। এই ষড়যন্ত্র জনগণকে মোকাবেলা করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার ১০ মাস...
স্টারলিংক এনেছেন আরাকান আর্মির জন্য, অভিযোগ মীর্জা আব্বাসের
অনলাইন ডেস্ক

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেছেন, স্টারলিংককে আনা হয়েছে আরাকান আর্মির জন্য। তিনি বলেন, যে করিডরের কথা বলা হচ্ছে তা দিয়ে আরাকান আর্মির মাল মশলা যাবে। বুধবার (২৮ মে) ঢাকার নয়াপল্টনে বিএনপির তিন সহযোগী সংগঠনের সমাবেশে বক্তৃতায় তিনি একথা বলেছেন। এ সময় ভার্চুয়ালি তাতে সংযুক্ত হয়ে বক্তব্য শুনছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মির্জা আব্বাস বলেন, সেন্ট মার্টিন, করিডর, সাজেক, ডিপিওয়ার্ল্ড, স্টারলিংক দিয়ে আমরা বুঝি কী করতে চাচ্ছেন। স্টারলিংক এনেছেন আরাকান আর্মির জন্য। করিডর কার জন্য- এখান দিয়ে আরাকান আর্মির মাল মশলা যাবে। সেন্টমার্টিন কার জন্য- বিদেশি কোনো সেবাদাসদের হাতে তুলে দেয়ার জন্য। প্রসঙ্গত, মার্কিন ব্যবসায়ী ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স পরিচালিত স্যাটেলাইটভিত্তিক...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর