ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুজন বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার (২৪ মে) রাত দেড়টার দিকে উপজেলার শ্যামনগর এলাকার বিপরীত দিকে ভারতীয় সীমান্তে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)এর ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান। আহত যুবকরা হলেনখাদলা ইউনিয়নের শ্যামপুর গ্রামের শের আলীর ছেলে মো. রবিউল ইসলাম (২৮) ও মো. আজাদ হোসেন (২৬)। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপতালে ভর্তি করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)এর ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, সীমান্তে দুইজন আহত হওয়ার বিষয়টি আমরা জেনেছি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত দেড়টার...
বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত শহীদ হাসান
অনলাইন ডেস্ক

জুলাইযোদ্ধা ও পবিত্র কোরআনের হাফেজ মোহাম্মদ হাসানের নিজ বাড়িতে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার (২৫ মে) সকাল ৯টায় নোয়াখালীর সুবর্ণচরের চেউয়াখালি বাজারসংলগ্ন তরিকউল্যাহ সমাজ এলাকায় শহীদ হাসানের মায়ের শেষ ইচ্ছা অনুযায়ী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় তার জানাজায় মানুষের ঢল নামে। জানাজায় উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার আমির ইসহাক খন্দকার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালীর আহ্বায়ক আরিফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। জানাজায় জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার আমির ইসহাক খন্দকার বলেন, যারা শাহাদাত বরণ করেন তারা পরকালে সর্বোচ্চ পুরস্কারপ্রাপ্ত। আর...
গুলিবিদ্ধ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ঢাকাইয়া আকবর’ মারা গেছে
অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পতেঙ্গা সৈকত এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন শহরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী আকবর হোসেন, যিনি ঢাকাইয়া আকবর (৩২) নামে পরিচিত। রোববার (২৫ মে) সকাল ৮টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় পতেঙ্গা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন আকবর। তাকে দ্রুত চমেক হাসপাতালে নেওয়া হয়, তবে দুদিন পর আজ সকালে তিনি মারা যান। পুলিশ জানায়, আকবরসহ আরও একজন ওইদিন গুলিবিদ্ধ হন। ঘটনার সময় দুর্বৃত্তরা গুলি করে দ্রুত পালিয়ে যায়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হামলা হয়েছে। ঢাকাইয়া আকবরের বিরুদ্ধে চট্টগ্রামে একাধিক মামলা ছিল এবং তিনি দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যকলাপের...
কমিশন বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ
নিজস্ব প্রতিবেদক

কমিশন বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজশাহী জেলার সকল পেট্রোল পাম্প বন্ধ রেখেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিক ঐক্য পরিষদ। রাজশাহী জেলা পেট্রোল পাম্প ও ও ট্যাংকলরী মালিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আনিসুর রহমান শিমুল জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজশাহী জেলার সকল পেট্রোল পাম্প বন্ধ আছে। পাশাপাশি ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহনও বন্ধ করে দেওয়া হয়েছে। আরও পড়ুন চলমান পরিস্থিতি নিয়ে আলোচনায় বিকেলে যমুনায় সর্বদলীয় বৈঠক ২৫ মে, ২০২৫ পেট্রোল পাম্প বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অনেকেই পাম্পে এসে ফিরে যাচ্ছেন। দ্রুত তেল পাম্প চালু করার দাবি জানান তারা।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর