যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন আমদানি শুল্কের কারণে বৈশ্বিক বাণিজ্যে অসমতার আশঙ্কা তৈরি হয়েছে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আংকটাড) প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, এ পরিস্থিতিতে বাংলাদেশের মতো উন্নয়নশীল অর্থনীতি রপ্তানি হ্রাস, বিশেষ করে পোশাক ও কৃষিপণ্য খাতে বড় ধরনের চাপের মুখে পড়তে পারে। গত বৃহস্পতিবার (২৩ মে) প্রকাশিত স্প্যারিং দ্য ভালনারেবল : দ্য কস্ট অব নিউ ট্যারিফ বার্ডেনস শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। যদিও বাংলাদেশের মতো দেশগুলো যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির মাত্র ০.৩ শতাংশ এর জন্য দায়ী, তবুও নতুন শুল্ক নীতিমালার কারণে এসব দেশের রপ্তানি ব্যয় ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে। এতে মার্কিন বাজারে প্রবেশ ব্যয়বহুল হয়ে উঠবে, বিশেষ করে তৈরি পোশাক ও কৃষিভিত্তিক পণ্যের ক্ষেত্রে। আরও পড়ুন...
বাংলাদেশকে দুঃসংবাদ দিল জাতিসংঘ
অনলাইন ডেস্ক

মুসলিম দেশটিতে ঈদের আগেই বেতন-পেনশন পরিশোধের নির্দেশ
অনলাইন ডেস্ক

মুসলিম দেশ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া (কেপি) প্রদেশের সরকার ঘোষণা করেছে যে, প্রাদেশিক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও পেনশন ৩০ মের মধ্যেই পরিশোধ করা হবে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেপি সরকারের অর্থ বিভাগ এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, সব বিভাগ ও প্রতিষ্ঠানে এই নির্দেশনা পাঠানো হয়েছে যাতে মে মাসের শেষ কর্মদিবসের মধ্যেই সব অর্থ পরিশোধ সম্পন্ন হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ জুন রোববার হওয়ায় যেহেতু সেদিন সরকারি ছুটি থাকবে, তাই বেতন আগেই দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও পড়ুন মহার্ঘ, রেশন ও সচিবালয় ভাতা নিয়ে নতুন যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ২৫ মে, ২০২৫ এদিকে, দেশজুড়ে এখনও ঈদের নির্দিষ্ট তারিখ নিশ্চিত হয়নি। ঈদুল আজহার তারিখ নির্ভর করছে জিলহজ মাসের চাঁদ দেখার ওপর। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২৭...
‘ইতিহাসে এটি সবচেয়ে প্রাণঘাতী কর্পোরেট অপরাধ, এমন চুক্তি একেবারেই অনুচিত’
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে)-এর সঙ্গে দেশটির বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং ক্ষতিপূরণ বাবদ ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারের এক মীমাংসায় পৌঁছেছে। ২০১৮ ও ২০১৯ সালে দুটি ভয়াবহ বিমান দুর্ঘটনার ঘটনায় এই চুক্তি করা হয়েছে। এই মীমাংসার ফলে বোয়িংকে আর অপরাধমূলক মামলার মুখোমুখি হতে হবে না বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সি। ইন্দোনেশিয়ার লায়ন এয়ার ফ্লাইট ৬১০ (২০১৮) এবং ইথিওপিয়ান এয়ারলাইন্স ফ্লাইট ৩০২ (২০১৯)-এর দুর্ঘটনার প্রেক্ষিতে এই মীমাংসা হলো, যেখানে মোট ৩৪৬ জন নিহত হন। বিচার বিভাগ জানিয়েছে, মোট মীমাংসার অর্থের একটি বড় অংশ ব্যয় করা হবে বোয়িং-এর নিরাপত্তা, গুণগত মান এবং নিয়মনীতি মানার কার্যক্রম উন্নত করার জন্য। এর মধ্যে প্রায় ৪৪৫ মিলিয়ন ডলার রাখা হয়েছে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য। আদালতের নথি অনুযায়ী,...
ভারতে করোনার সংক্রমণ বাড়ছে, ঝড়লো প্রাণও
অনলাইন ডেস্ক

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে করোনাভাইরাসে আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ওই বৃদ্ধের বয়স ৮৪ বছর এবং তিনি নানা জটিল রোগে ভুগছিলেন। মূলত দক্ষিণ ভারতের এই রাজ্যজুড়ে বর্তমানে কোভিড সংক্রমণ আবারও কিছুটা বাড়ছে। এমন অবস্থায় পরিস্থিতির ওপর নজর রাখছে রাজ্য সরকার। সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার অনুরোধও করা হয়েছে। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রোববার (২৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যমটি বলছে, বেঙ্গালুরুতে ৮৪ বছর বয়সী এক ব্যক্তি কোভিড-১৯এ সংক্রমিত হয়ে মারা গেছেন। তিনি নানা জটিল রোগে ভুগছিলেন। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বরাতে জানা গেছে, ওই ব্যক্তি গত ১৩ মে বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ১৭ মে মারা যান। মৃত্যুর আগে নেওয়া কোভিড পরীক্ষার ফল...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর