সাপ্তাহিক ছুটির দিন আজ শনিবার (২৪ মে) সরকারি সব অফিস ও ব্যাংক খোলা রয়েছে। আজ ব্যাংকে স্বাভাবিক সব ধরনের লেনদেন করতে পারবেন গ্রাহকরা। লেনদেন সকাল ১০টায় শুরু হবে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। গত শনিবারও অফিস-ব্যাংক খোলা ছিল। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ঈদুল আজহা উপলক্ষে এবার টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন। এজন্য আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এর আগে ১৭ ও ২৪ মে শনিবার সরকারি ছুটির দিনে অফিস খোলা রাখা হয়েছে। সেই অনুযায়ী আজ শনিবারও অফিস, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রয়েছে। আজ শনিবারও যথারীতি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে সরকারি অফিস। তবে গত শনিবার সরকারি অফিস ছিল অনেকটাই ঢিলেঢালা, উপস্থিতি ছিল অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম। আরও পড়ুন বয়স ৫৫ হলেও ব্যাংকে চাকরি, যেকোনো বিষয়ে স্নাতক ১৭ মে,...
আজ যে কারণে খোলা সরকারি অফিস-ব্যাংক
অনলাইন ডেস্ক

যেভাবে সর্বদলীয় বৈঠক সম্ভব
শনিবার জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
অনলাইন ডেস্ক

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সর্বদলীয় বৈঠক আয়োজনের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে যদি একটি যৌথ ঐকমত্যে পৌঁছাতে পারে, তাহলে সরকার সেই প্রেক্ষাপটে সর্বদলীয় বৈঠকের বিষয়টি বিবেচনা করতে পারে। গত বৃহস্পতিবার (২২ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ার পর, কয়েকজন উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা চালান। এসব আলোচনার প্রেক্ষিতে বিএনপির নেতা ইশরাক হোসেন চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা গতকাল শুক্রবার (২৩ মে) সংবাদমাধ্যমকে জানান, সরকারপ্রধান তাঁর অবস্থান জানিয়ে দিয়েছেন। পরিস্থিতির সর্বশেষ ওই পর্যায়ে রয়েছে; এখন রাজনৈতিক...
ড. ইউনূসের কালো কুর্তা পরার পেছনের কাহিনী জানালেন প্রেস সচিব
অনলাইন ডেস্ক

ভ্যাটিকান সিটিতে প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কালো কুর্তা পরার পেছনে রয়েছে এক মানবিক ও তাৎক্ষণিক সিদ্ধান্তের গল্প। এই ঘটনার পেছনের প্রেক্ষাপট তুলে ধরেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (২৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শফিকুল আলম লেখেন, আমরা তখন কাতারে আর্থনা সামিট-এ অংশ নিচ্ছিলাম। সেখানেই জানতে পারি পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়েছে। সফরের দ্বিতীয় দিনে অন্ত্যেষ্টিক্রিয়ার তারিখ ঘোষণার পর অধ্যাপক ইউনূস তাঁর দীর্ঘদিনের বন্ধু পোপ ফ্রান্সিসকে শেষ শ্রদ্ধা জানাতে ভ্যাটিকান যাওয়ার সিদ্ধান্ত নেন। প্রটোকল অনুযায়ী এমন অন্ত্যেষ্টিক্রিয়ায় কালো স্যুট পরিধান প্রথাগত হলেও, অধ্যাপক ইউনূস বহু বছর আগে স্যুট পরা বন্ধ করেছেন এবং সবসময় বাংলাদেশি গ্রামীণ চেকের কুর্তা...
ট্রেনে ঈদযাত্রার যে দিনের টিকিট বিক্রি আজ
অনলাইন ডেস্ক

বাংলাদেশ রেলওয়ে আগামী ৭ জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের আসনের টিকিট অগ্রিম বিক্রি শুরু করেছে। ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের এই যাত্রায় চতুর্থ দিনের (৩ জুন) ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। আজ শনিবার (২৪ মে) সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে এবং দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। এবার শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা থাকছে ৩৩ হাজার ৩১৫টি। ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায়। কর্মপরিকল্পনার তথ্য মতে, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মের আসন বিক্রি হয়েছে ২১ মে, ১ জুনের আসন বিক্রি হয়েছে ২২ মে, ২ জুনের আসন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর