জার্মানির উত্তরাঞ্চলীয় শহর হামবুর্গের প্রধান রেলস্টেশনে ছুরি হামলায় অন্তত ১৭ জন আহত হয়েছেন। এ ঘটনায় এক ৩৯ বছর বয়সী জার্মান নারীকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করেছে পুলিশ। জরুরি সেবাদানকারী সংস্থার বরাতে জানানো হয়, শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় শহরের কেন্দ্রস্থলে অবস্থিত স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক। হামবুর্গ পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান অ্যাবেনসেথ জানান, পুলিশ কর্মকর্তারা পৌঁছানোর পর সন্দেহভাজন নারী কোনো প্রতিরোধ ছাড়াই নিজেকে গ্রেপ্তার করতে দেন। এখনো তার রাজনৈতিক উদ্দেশ্য ছিল কিনা বা মানসিক অসুস্থতায় ভুগছিলেন কি নাতা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হামলাটি তিনি একাই চালিয়েছেন। হ্যানোভার ফেডারেল পুলিশ জানায়, ওই নারী স্টেশনে অবস্থানরত...
হামবুর্গে রেলস্টেশনে ছুরি হামলায় আহত ১৭, গ্রেপ্তার এক নারী
অনলাইন ডেস্ক

ভারত আগুন নিয়ে খেলছে: আহমেদ শরিফ চৌধুরী
অনলাইন ডেস্ক

পাকিস্তান ও ভারতের মধ্যে পারমাণবিক যুদ্ধ হলে তা বোকামি হবে বলে মনে করেন পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। তিনি বলেন, পারমাণবিক যুদ্ধ এমন একটা পথ, যা দুই দেশের জন্য পারস্পরিক ধ্বংস ডেকে আনতে পারে। তাঁর মতে, এটা (পারমাণবিক যুদ্ধ) একটা অভাবনীয় এবং অযৌক্তিক ধারণা। দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার পর সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে শরিফ চৌধুরী এসব কথা বলেন। তিনি বলেন, পাকিস্তান শান্তি চায়। কিন্তু যদি চাপিয়ে দেওয়া হয়, তাহলে তাঁরা যুদ্ধের জন্য সব সময় প্রস্তুত। ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য যুদ্ধ সম্পর্কে কথা বলতে গিয়ে শরিফ চৌধুরী অভিযোগ তুলেছেন, ভারত যেভাবে ঔদ্ধত্য দেখাচ্ছে এবং ন্যারেটিভ (আখ্যান) ছড়াচ্ছে, তাতে বর্তমান আবহে যেকোনো সময় স্ফুলিঙ্গ দেখা যেতে পারে।...
গাজায় একদিনে নিহত আরো ৭৬
অনলাইন ডেস্ক

দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের হামলায় বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যা থেকে শুক্রবার (২৩ মে) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় কমপক্ষে ৭৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫০ জনই গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরের বাসিন্দা ছিলেন। পাশাপাশি আহত হয়েছেন আরও অন্তত ১৮৫ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ অনেকেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন। তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। শুক্রবারের অভিযানের পর গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৫৩ হাজার ৮২২ জন এবং ১ লাখ ২২ হাজার ৩৮২ জনে। এই নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু। ২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে...
হজে সৌদি বাদশার অতিথি হবেন ১৩০০ মুসল্লি
অনলাইন ডেস্ক

নিজেদের অতিথি হিসেবে ১০০ দেশের ১ হাজার ৩০০ মুসল্লিকে হজ পালনের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। দুই পবিত্র মসজিদের অভিভাবক হিসেবে তিনি মুসল্লিদের জন্য এই ব্যবস্থা করতে যাচ্ছেন। ফিলিস্তিনের স্বাধীনতা যুদ্ধে শহীদ, বন্দী এবং আহত পরিবারের এক হাজার সদস্যকে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ব্যক্তিগত খরচে হজ করানোর ঘোষণা দিয়েছেন। সৌদি বার্তা সংস্থা সূত্রে জানা যায়, দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে হজ গেস্ট গ্রোগ্রামের অংশ হিসেবে ফিলিস্তিনের শহীদ, আহত ও বন্দি পরিবার থেকে এক হাজার সদস্যকে এই আমন্ত্রণ জানানো হবে। এক বিবৃতিতে ইসলাম বিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ আবদুল আজিজ আলে শায়েখ বলেন, প্রতিবছর সৌদি সরকারের অর্থায়নে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনির হজের ব্যবস্থা করা হয়।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর