ঢাকাসহ দেশের অন্তত ১১টি জেলার ওপর দিয়ে আজ শনিবার (২৪ মে) দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভোরে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়া বার্তায় বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যার মধ্যে ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের...
দুপুরের মধ্যে ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
নদীবন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত
অনলাইন ডেস্ক

শেরপুরে ৭৩৬ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১
শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে ৭৩৬ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি নাছির মিয়াকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব-১৪। ২৩ মে শুক্রবার ভোরে অভিযান চালিয়ে উপজেলার সীমান্তবর্তী বাতকুচি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাছির মিয়া উপজেলার মানিকচাঁদপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে। র্যাব সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি এলাকার বুলবুল মিয়ার পাহাড়ের পশ্চিম পার্শ্বে মাদকদ্রব্য বিক্রয়ের জন্য পরিবহনের উদ্দেশ্যে অবস্থান করছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা কৌশলে পালানোর চেষ্টা করে। ওইসময় মাদক কারবারি নাছির মিয়াকে আটক করে তার হেফাজত থেকে ৭৩৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারবিদেশি মদের আনুমানিক বাজার মূল্য ২৩ লক্ষ ৮৬ হাজার টাকা।...
নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর খুন
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান পায়েল (১৪) নামে এক কিশোর খুন হয়েছে। শুক্রবার (২৩ মে) রাতে নাসিক ৮ নং ওয়ার্ডের ধনকুন্ডা ভান্ডারি পুলের ডিএনডি লেক পাড় সংলগ্নে এই ঘটনা ঘটেছে। নিহত কিশোর নারায়ণগঞ্জের ডন চেম্বার এলাকার স্থানী বাসিন্দা শামীম খানের ছেলে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত কিশোরের সঙ্গে একই এলাকার অন্য আরেকেটি গ্রুপের দ্বন্দ্ব সৃষ্টি হয়। তারই জেরে আজ এই কিশোরকে ছুরিকাঘাত করা হয়। ছুরিকাঘাতের পরবর্তীতে গুরতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার ৮ নং ওয়ার্ডের ধনকুন্ডা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, প্রাথমিকভাবে জেনেছি নিহতের সঙ্গে...
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ঢাকাইয়া আকবরসহ দুজন গুলিবিদ্ধ
অনলাইন ডেস্ক

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী আকবর হোসেন প্রকাশ ওরফে ঢাকাইয়া আকবরসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় পতেঙ্গা সমুদ্র সৈকতে গুলিবিদ্ধ হন তারা। পুলিশ তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক। নূরল আলম আশিক বলেন, ‘পতেঙ্গা থেকে গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে দুই নম্বর ওয়ার্ডে ভর্তি করেছেন। তাদের একজন ঢাকাইয়া আকবর।’ News24d.tv/কেআই
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর