বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডিতে শামীম নামে এক শিক্ষার্থী হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক বিমানমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান, সাবেক এমপি সাদেক খান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৮ ডিসেম্বর) তাদের কারাগার থেকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ। এ সময় আসামি পক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। তার জবাবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধীতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাহিন রেজা তাদের জামিন আবেদন নামঞ্জুর করে প্রত্যেকের...
ফারুক খান ও সাদেক খান ৩ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
গেল ১৫ বছরের মতো বিচার চেয়ে কেউ অবিচার পাবে না: প্রধান বিচারপতি
অনলাইন ডেস্ক
গণমুখী ও জনগণ কেন্দ্রীক বিচার ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। গেল ১৫ বছরের মতো আর বিচার চেয়ে কেউ অবিচার পাবে না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, বিচার ব্যবস্থা তার নিজস্বতার পরিচয় দেবে। বিগত সময় মানুষ যে বিচারহীনতায় ভুগেছে তা আর হবে না। আজ রোববার (৮ ডিসেম্বর) আগারগাঁও বি আই সি সি কার্নিভালে নাগরিক প্লাটফর্ম আয়োজিত সম্মেলনে এ কথা বলেন তিনি। প্রধান বিচারপতি বলেন, গেল ১৫ বছর মানুষ বিচার চেয়ে পেয়েছে অনাচার, অবিচার, নির্যাতন হয়েছে। এখনো বিচার ব্যবস্থার মধ্যে নানা সমস্যা হয়েছে। তা ফাইন্ডআউট করে দ্রুতই সুশাসন প্রতিষ্ঠিত করা হবে। তিনি আরও বলেন, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, পদ্ধতিগত সংস্কারের মাধ্যমে আইনি সহায়তায় বিচারিক কার্যক্রম আরও সহজ করা হচ্ছে। ন্যায়বিচার যাতে বিলম্বিত না হয় সেদিকেও নজর রাখা হবে।...
‘জয় বাংলা’ জাতীয় স্লোগানের রায় স্থগিত চেয়ে আবেদনের শুনানি এ সপ্তাহে
অনলাইন ডেস্ক
জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আপিল বিভাগ। আজ রোববার (৮ ডিসেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ শুনানির জন্য দিন ধার্য করেন। এর আগে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক গত ২ ডিসেম্বর এ তথ্য নিশ্চিত করেন। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার দাবিতে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদ একটি রিট করেন। এরপর ২০২০ সালের ১০ মার্চ বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা দেয়ার রায় দেন। পরে, ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি শেখ হাসিনার মন্ত্রিসভা জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে আনুষ্ঠানিক অনুমোদন দেয়।...
ড. ইউনূসের ৫ মামলার কার্যক্রম বাতিলের রায় বহাল
নিজস্ব প্রতিবেদক
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের পাঁচ মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষের করা লিভ টু আপিল রোববার খারিজ করে দেন বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ। এই আদেশের ফলে শ্রম আইনের পাঁচ মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রইলো বলে জানান ড. ইউনূসের আইনজীবী। আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মুস্তাফিজুর রহমান খান। গত ২৪ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের এই পাচ মামলায় ও মানহানির এক মামলার কার্যক্রম বাতিল করে রায় দেন। ড. ইউনূসের নামে যখন শ্রম আদালতে পৃথক পাচটি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর