বলিউড অভিনেতা সাইফ আলি খান ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। বুধবার (১৫ জানুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে নিজ বাড়িতে হামলার শিকার হন এ অভিনেতা। জানা গেছে, হামলার সময় তার স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর খান বাড়িতে ছিলেন না। ভারতীয় একটি সংবাদমাধ্যম বলছে, কারিনা গত রাতে বাড়িতে ফেরেননি। তাকে দেখা গেছে বলিউডের বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে এক রাতের পার্টিতে। ওই পার্টিতে ছিলেন কারিনার বোন কারিশমা কাপুর, সোনম কাপুর, রেহা কাপুর। বাড়িতে ঘটে যাওয়া দুর্ঘটনার ঘণ্টাখানেক আগে সেই পার্টি থেকে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন কারিনা। ছবি দেখে অনুমান করা হচ্ছে, এ অভিনেত্রী রাতে বাড়ির বাইরেই ছিলেন। যদিও রাতে তার বাড়ির বাইরে থাকার বিষয়টি নিশ্চিত করতে পারেনি সংবাদমাধ্যমটি। আর কারিনা এ বিষয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেননি। পুলিশটা...
সাইফের ওপর হামলা হওয়ার রাতে কারিনা কোথায় ছিলেন?
অনলাইন ডেস্ক
আহত সাইফের অপারেশন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
বলিউডের তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের মুম্বাইয়ের বাড়িতে ডাকাতির চেষ্টাকালে ডাকাতের ছুরিকাঘাতে আহত হয়েছেন অভিনেতা সাইফ আলি খান। গভীর রাতে মুম্বাইয়ের বান্দ্রায় অভিনেতার বাড়িতে ডাকাতির চেষ্টা হয়। এ সময় সাইফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্ত। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে সম্পন্ন হয়েছে সাইফের অস্ত্রোপচার। হাসপাতাল সূত্রে জানা গেছে, আড়াই ঘণ্টা ধরে চলা এই অস্ত্রোপচারে ইতিমধ্যেই চিকিৎসকেরা অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বার করেছেন। সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফল ভাবে শেষ হয়েছে। শেষ হয়েছে অভিনেতার কসমেটিক সার্জারিও। এখন বিপদমুক্ত আছেন সাইফ। ওই সূত্র মারফত জানা গেছে, সাইফের শরীর...
বাড়িতে হামলা, ছুরিকাঘাতে আহত সাইফ আলি খান
অনলাইন ডেস্ক
এবার ডাকাতির চেষ্টা হয়েছে বলিউডের তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের মুম্বাইয়ের বাড়িতে। এসময় ডাকাতের ছুরিকাঘাতে আহত হয়েছেন অভিনেতা সাইফ আলি খান। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোরে এই ঘটনা ঘটে। জানা গেছে, ডাকাতদের আটকাতে গিয়ে সাইফ আহত হন। সাইফ এবং পরিবারের অন্যান্য সদস্যরা যখন গভীর ঘুমে ছিলেন তখনি এই ডাকাতির চেষ্টা করা হয়। ঘটনার সময় ডাকাতদের সঙ্গে সাইফের ধস্তাধস্তি হলে তাকে ছুরিকাঘাত করা হয়। এসময় গুরুতর আহত অবস্থায় অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে বান্দ্রা ডিভিশনের ডিসিপির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে জানান, এটা সত্যি। রাত আড়াইটার দিকে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে। সাইফ আহত হয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি। তিনি ছুরিকাঘাতে আহত হয়েছেন নাকি অন্য...
৬ কোটি রুপির ফেরারি উপহার পেল মাধুরী
অনলাইন ডেস্ক
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে স্বামী ডাক্তার শ্রীরাম নেনে ৬ কোটি রুপি মূল্যের একটি লাল রঙের ফেরারি উপহার দিয়ে চমকে দিয়েছেন। ভারতীয় গণমাধ্যমগুলো বলে, বিভিন্ন ব্র্যান্ডের দামি গাড়ির কালেকশন রাখতে পছন্দ করেন এই তারকা। সেটি জানেন তার স্বামী নেন। তাই স্ত্রীকে চমকে দিতে সংগ্রহে যোগ করলেন আরও একটি লাল রঙের ফেরারি। একটি ভিডিও দেখা গেছে লাল ফেরারিতে চেপে শোরুম থেকে বাসায় ফিরেছে মাধুরী। নতুন গাড়িটি কিনতে গিয়েছিলেন তিনি কালো রঙের ড্রেস পরে। সঙ্গে ছিলেন শ্রীরাম নেনে। ইনস্টাগ্রামে এরই মধ্যে গাড়ি কেনার মুহূর্ত ভাইরাল হয়েছে এ দম্পতির। news24bd.tv/AH
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর