অনির্দিষ্টকালের জন্য ছুটিতে গেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ মারুফ। আজ সোমবার (১২ মে) এই তথ্য নিশ্চিত করা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি বলছে, ১১ মে থেকে ছুটিতে গেছেন সৈয়দ মারুফ। বাংলাদেশের বাইরে রয়েছেন তিনি। ওই সময়ে ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের উপ-হাইকমিশনার মুহাম্মদ আসিফ। যদিও কী কারণে তিনি ছুটিতে গেছেন সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। তার ঢাকা ছাড়ার বিষয়ে নানা রকম গুঞ্জন রয়েছে। বিস্তারিত আসছে...
অনির্দিষ্টকালের জন্য ছুটিতে গেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার
নিজস্ব প্রতিবেদক

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে, যুক্ত হচ্ছে ৪০ কোচ
নিজস্ব প্রতিবেদক

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। ওই দিন বিক্রি হবে ৩১ মে তারিখের টিকিট। অগ্রিম টিকিট বিক্রি চলবে ২৭ মে পর্যন্ত। সোমবার (১২ মে)রাজধানীর বিদ্যুৎ ভবনে আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা সভায় রেল উপদেষ্টা ফাওজুল কবীর খান জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনলাইনে টিকিট বিক্রি করা হবে। ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে থেকে। একজন যাত্রী সর্বোচ্চ একবার অগ্রিম যাত্রার এবং একবার ফিরতি যাত্রার জন্য মোট ৪টি টিকিট সংগ্রহ করতে পারবেন। রেল মন্ত্রণালয় সূত্র বলছে, ঈদের ভ্রমণ যেন আরামদায়ক ও সুষ্ঠু হয়, সে লক্ষ্যে টিকিট ব্যবস্থাপনায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়েছে। এসময় উপদেষ্টা বলেন, উপদেষ্টা বলেন, রেলে অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে ৪০টি নতুন...
সড়কে বসবে না গরুর হাঁট, চাঁদাবাজি বন্ধে কঠোর সরকার
নিজস্ব প্রতিবেদক

সড়ক মহাসড়কে কোরবানির পশুর হাট না বসানোর জন্য নির্দেশ দিয়েছেন রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এছাড়া পরিবহনে চাঁদাবাজি বন্ধে প্রশাসনকে কঠোর নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (১২ মে) দুপুরে বিদ্যুৎ ভবনে আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় এসব কথা জানান সরকারের দুই উপদেষ্টা। সভায় রেল উপদেষ্টা বলেন, রেলে অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে ৪০টি নতুন কোচ সংযুক্ত করা হবে। গত ঈদের মতো এবারেও ঈদ যাত্রা সহজ করা হবে। কোনো প্রকার চাঁদাবাজি হলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে। ঈদ যাত্রা সহজ করতে সকল অংশীজনের সহযোগিতা চায় সরকার জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।...
স্বাস্থ্যখাতের উন্নয়নে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা: প্রধান উপদেষ্টা
অনলাইন ডেস্ক

স্বাস্থ্যখাতের সমস্যা নিয়ে একে অপরকে দোষারাপ না করে সকলে মিলে সমাধান করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, স্বাস্থ্যখাতের উন্নয়ন ও ঘাটতি পূরণে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা। আজ সোমবার (১২ মে) দুপুরে নিজ কার্যালয়ে সিভিল সার্জন কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, সবার সাথে দেখা সাক্ষাৎ হলে অনেক জিনিস সমাধান হয়ে যায়। অনেক প্রশ্ন সমাধান হয়। আশা করি দেখা সাক্ষাতের কারণে অনেক সুফল পাবো। তিনি আরও বলেন, আমরা স্বাস্থ্য নিয়ে একে অপরকে দোষ দেই। দোষ দিলে সমাধান হবে না। আমাদের মধ্যে ঘাটতি আছে। সেটা নিয়ে নিজেদের কাছে জিজ্ঞেস করতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, স্বাস্থ্যখাতের অভাব ঘাটতির মধ্য দিয়েও ভালো করা সম্ভব। অন্তবর্তী সরকার নিজেদের সীমারেখার মধ্যে কাজ করছে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত