দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় একদিনে কমপক্ষে ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫২ হাজার ৪০০ ছাড়িয়ে গেছে। গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ২৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার (২ মে) সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, বৃহস্পতিবার দিনজুড়ে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন এবং শুক্রবার ভোরেও ভূখণ্ডটিতে ইসরায়েলি হামলায় আরও প্রাণহানির খবর পাওয়া গেছে বলে চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে। গাজায় আল জাজিরার সংবাদদাতা ইসরায়েলের ৬০ দিনের অবরোধকে বেসামরিক জনগণকে ইচ্ছাকৃতভাবে শ্বাসরোধ করা হিসাবে বর্ণনা করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন...
গাজায় আরও ৩১ ফিলিস্তিনি নিহত
অনলাইন ডেস্ক

দেশটিতে কেমন চলছে স্বর্ণের বেচাকেনা, দাম কত?
অনলাইন ডেস্ক

ভারতে উৎসবের মৌসুমেও স্বর্ণের বাজারে চোখ ধাঁধানো দাম। অক্ষয়া তৃতীয়ার মতো স্বর্ণ ক্রয়ের শুভক্ষণেও ভাটা পড়েছে বিক্রিতে। গেল বছরের তুলনায় স্বর্ণের দাম প্রায় ৩০ শতাংশ বেড়ে যাওয়ায় বড়সড় ধাক্কার সম্মুখীন হচ্ছেন ভোক্তারা। ভারতের পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণ, সব অঞ্চলে অক্ষয় তৃতীয়া মানেই স্বর্ণের বাজারে উৎসব। কিন্তু এবার চিত্র ভিন্ন। এপ্রিল মাসেই স্বর্ণের দাম ১০ গ্রামে ৯৯ হাজার ৩৫৮ রুপি ছুঁয়ে গেছে। যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। অক্ষয়া তৃতীয়ার দিনেও দাম ছিল ৯৫ হাজারের কাছাকাছি। গত বছরের তুলনায় স্বর্ণের দাম প্রায় ৩০ শতাংশ বেড়ে যাওয়ায় বড়সড় ধাক্কার সম্মুখীন হচ্ছেন ভোক্তারা। আরও পড়ুন গুলশানে মসজিদে বিয়ে, ছয়দিন আগে হবু বরকে ফেসবুকে ব্লক করেছিলেন! ০১ মে, ২০২৫ দেশটির বড় বড় গহনার দোকানগুলো মেকিং চার্জে ছাড় দিয়ে বিক্রি বাড়াতে চাইলেও মূলধারার...
পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী চোই
অনলাইন ডেস্ক

দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী চোই সাং-মক বৃহস্পতিবার (১ মে) পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। সিউল থেকে এএফপি জানায়, বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার কথা ছিল চোইয়ের, কারণ বিদায়ী ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু ওই সময় আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে যাচ্ছিলেন। তবে চোই অর্থনৈতিক সংকটের মধ্যে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে জানিয়ে পদত্যাগ করেছেন। অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন, দেশি-বিদেশি গুরুতর অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আমার পক্ষে দায়িত্ব পালন অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে এই পরিস্থিতিতে আমি দুঃখিত যে, আমাকে সরে দাঁড়াতে হচ্ছে। সূত্র: বাসস...
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে রদবদল
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎসকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে তার জায়গায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বসিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক ঘোষণায় এই সিদ্ধান্ত জানান প্রেসিডেন্ট। এ পরিবর্তনের ফলে হোয়াইট হাউসের অভ্যন্তরীণ নীতিনির্ধারণী পরিসরে বড় ধরনের রদবদল দেখা গেল, যা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ওয়ালৎস আমাদের জাতীয় স্বার্থ রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। আমি তাকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রতিনিধি হিসেবে মনোনীত করতে যাচ্ছি। সূত্র বলছে, বৃহস্পতিবারই ওয়ালৎসকে সরিয়ে দেওয়ার আভাস মিলেছিল বিভিন্ন মহলে। আর মার্কো রুবিওর অন্তর্বর্তী দায়িত্ব নেওয়ার ঘটনা ১৯৭০-এর দশকের হেনরি কিসিঞ্জারের পর...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর