বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তানের পরিবর্তনশীল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। উভয় দেশকে শান্ত থাকার, সংযত থাকার এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনও পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানায়। বুধবার (৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতার চেতনায়, বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের কল্যাণে শান্তি বিরাজ করবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, বাংলাদেশের খাগড়াছড়ি ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে জোরপূর্বক মানুষ প্রবেশ করানোর বিষয়টি আলাদা আলাদাভাবে...
‘ভারতের সঙ্গে যোগাযোগ চলছে, কোনো বাংলাদেশি থাকলে গ্রহণ করবে ঢাকা’
নিজস্ব প্রতিবেদক

নানা অভিযোগের ব্যাখ্যা দিল আটাব
অনলাইন ডেস্ক

আসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এর বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা, নির্বাচনী অনিয়ম, সিন্ডিকেট গঠন, অর্থপাচারসহ নানা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর দাবি করে পাল্টা ব্যাখ্যা দিয়েছে সংগঠনের বর্তমান কার্যনির্বাহী কমিটি। গত সোমবার (৫ মে) এক লিখিত বিবৃতিতে আটাব সভাপতি আব্দুস সালাম আরেফ ও মহাসচিব আফসিয়া জান্নাত বলেন, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং নির্বাচিত কমিটিকে বিতর্কিত করতেই রাজনৈতিক প্ররোচনায় কিছু মহল একতরফাভাবে এমন অভিযোগ তুলছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সংগঠনটি দাবি করেছে, ১৯৭৬ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দেশের প্রায় ৪ হাজার ট্রাভেল এজেন্সিকে প্রতিনিধিত্ব করে আসছে এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ বিভিন্ন নীতিনির্ধারক...
সংকট থাকলেও গ্যাস-বিদ্যুতের দাম বাড়াবে না সরকার: জ্বালানি উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
সরকারের এ মুহূর্তে গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ানোর চিন্তা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবীর খান। তিনি বলেন, সংকট থাকলেও জনস্বার্থে এই সিদ্ধান্ত সরকারের। গ্যাসের জন্য ভোলায় ৫টি কূপ খননের টেন্ডার দেয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। বুধবার (৭ মে) শিল্প কারখানায় গ্যাস সরবরাহ নিয়ে ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে এসব জানান উপদেষ্টা। এসময় তিনি বলেন, দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে এলএনজি আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। রমজান উপলক্ষে যে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ দেয়া হয়েছিল সেখান থেকে ১৫০ মেগাওয়াট দেয়া হবে শিল্প কারখানায়। তিনি আরও বলেন, মে থেকে আগস্ট পর্যন্ত এই সময়ে ১০০ কার্গো এলএনজি আমদানি করা হবে। এর ফলে সেখানে যত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে তা শিল্প কারখানায় দেয়া হবে। এই দুই সিদ্ধান্তের ফলে ২৫০ এমএমসিএফ গ্যাস বাড়বে শিল্প...
সীমান্ত জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক করা হয়েছে: আইজিপি
নিজস্ব প্রতিবেদক

ভারত-পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, কোন জঙ্গি বা সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে সে জন্য সীমান্ত জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। বুধবার (৭ মে) বাংলাদেশ সুপ্রিম কোর্ট ফেডারেশনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনার জেরে গতরাতে পাকিস্তানের মূল ভূখণ্ডে হামলা চালিয়েছে ভারত। ভারতের এ হামলায় এখন পর্যন্ত পাকিস্তানের ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন। পাকিস্তানের পাল্টা হামলায় ভারতশাসিত কাশ্মীরে অন্তত ১০ বেসামরিক মানুষ মারা গেছেন। আহত হয়েছেন ৩২ জন। ভারতের ৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলেও দাবি করেছে পাকিস্তান। news24bd.tv/আইএএম...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর