চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত হরর সিনেমা ফাইনাল ডেস্টিনেশন : ব্লাডলাইনস। ছবিটি এখনো মুক্তি পায়নি। কিন্তু এর উদ্বোধনী দৃশ্য ইতিমধ্যেই গড়েছে এক অভিনব রেকর্ড। সিরিজের ষষ্ঠ পর্ব হিসেবে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন জ্যাক লিপোভস্কি ও অ্যাডাম স্টেইন। সিনেমার গল্প এগিয়েছে বিভিন্ন টাইমলাইন ধরে। যার শুরু হয় ১৯৬৯ সালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ভবিষ্যদ্বাণী দিয়ে। এই দৃশ্যেই ঘটে ইতিহাস। ৭১ বছর বয়সী অভিনেত্রী ও স্টান্টওম্যান ইয়ভেট ফার্গুস অবসর ভেঙে ফিরেছেন এই ছবির জন্য। ফিরেই গড়েছেন বিরল এক রেকর্ড। নিজের শরীরে আগুন নিয়ে অভিনয় করেন তিনি ছবির মিসেস ফুলার চরিত্রে। তিনি এখন পর্যন্ত সবচেয়ে বয়স্ক ব্যক্তি যিনি পুরো শরীর জ্বলন্ত অবস্থায় ক্যামেরার সামনে অভিনয় করেছেন। পরিচালক লিপোভস্কি গণমাধ্যমে বলেন, আমরা অনেক মানুষকে আগুনে পুড়িয়েছি এই দৃশ্যে। ইয়ভেট...
শরীরে আগুন নিয়ে অভিনয় করে বিরল রেকর্ড গড়ালেন অভিনেত্রী
অনলাইন ডেস্ক

বর্ষাকে সাবধান করলেন পরীমনি
অনলাইন ডেস্ক

বুধবার (৭ মে) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে গায়িকা ও ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরীর মৃত্যুর খবর। বর্ষার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেই প্রথমে জানানো হয় যে তিনি মারা গেছেন। এরপর নারী উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বারিশা হকও তার এক পোস্টে বর্ষার মৃত্যুর খবর নিশ্চিত করেন। এই খবরে মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় নেমে আসে শোকের ছায়া। নেটিজেনদের অনেকেই বর্ষার স্মরণে পোস্ট করতে শুরু করেন। তবে খুব বেশি সময় পার না হতেই আসে পাল্টা তথ্যবর্ষা বেঁচে আছেন! বারিশা হক পরবর্তী এক পোস্টে পরিবারের বরাত দিয়ে জানান, বর্ষা চৌধুরীর মৃত্যুর খবরটি মিথ্যা। তিনি দাবি করেন, বর্ষার ফেসবুক পেজ থেকে কে বা কারা এই বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেছে, তা তার জানা নেই। তবে তখন পর্যন্ত এই ঘটনার উৎস বা উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। এই...
'ভারত লজ্জাজনক হামলা চালিয়েছে, পাকিস্তান জিন্দাবাদ'
অনলাইন ডেস্ক

উরি হামলা জেরে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করা হয়েছিল ভারতে। যে কারণে অ্যায় দিল হ্যায় মুশকিল-এর পর ফাওয়াদ খানকে আর বলিউডের ছবিতে দেখা যায়নি। পরবর্তীকালে সেই নিষেধাজ্ঞা উঠেছিল দীর্ঘ ৯ বছর পর। তার বলিউডের ছবি আবির গুলাল মুক্তি পাওয়ার কথা ছিল খুব শিগরগিরই। কিন্তু কাশ্মীরের পেহেলগাম কাণ্ডের পরে পাক অভিনেতার ছবির উপরে জারি হলো নিষেধাজ্ঞা। এরপরই অপারেশন সিঁদুর নামে গতকাল মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। ভারতীয় সেনাবাহিনীর সেই হামলাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন ফাওয়াদ খান। আরও পড়ুন সীমান্তবর্তী মুখ্যমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকে মোদি সরকার, ছিলেন মমতাও ০৭ মে, ২০২৫ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিনেতা লিখেছেন, এই লজ্জাজনক হামলায় আহত এবং নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। নিহতদের আত্মার শান্তি কামনা...
বর্ষা মারা যায়নি: তনি
অনলাইন ডেস্ক

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরী মারা গেছেন এমন গুজবে ছয়লাব সোশ্যাল মিডিয়া। আজ বুধবার দুপুর থেকেই ফেসবুকে ছড়িয়ে পড়ে বর্ষা চৌধুরী আর নেই। হার্ট অ্যাটাক করে মারা গেছেন দাবি করে পোস্ট দেন অনেক ইনফ্লুয়েন্সার। তাদের মধ্যে রয়েছেন উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বারিশা হকও। নিজে নিশ্চিত না হয়ে বর্ষার মৃত্যুর খবর ছড়িয়ে দেন সোশ্যালে। এদিকে আরেক নারী উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রুবাইয়াত ফাতেমা তনি সামাজিক লিখেছেন, বর্ষা মারা যায়নি। অসুস্থ সে। মিথ্যা নিউজ ছড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ। বর্ষাকে কাউন্সিলিং করে সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব আমি নেব। যদি সে আমাকে সেই সুযোগ দেয়। news24bd.tv/TR...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর