রিজার্ভ কিছুটা ঘুরে দাঁড়ানো এবং রেমিট্যান্সের বড়াইকে কড়াইয়ে তুলে দিয়েছে উৎপাদন ও রপ্তানির খরা। তার ওপর বিনিয়োগে স্তব্ধতা ও বিজনেস হাউসগুলোর উদ্বেগ অর্থনীতির সংকটকে এক চরম সন্ধিক্ষণে দাঁড় করিয়ে দিয়েছে। কিছু সূচকে উন্নতির আভাস থাকলেও অর্থনীতির অন্দরমহলে চলছে রক্তক্ষরণ। ২১ বিলিয়ন রিজার্ভের বিপরীতে শতাধিক বিলিয়ন ডলারের বিদেশি ঋণ। রাজস্বের অর্ধেক টাকা চলে যাচ্ছে ঋণের সুদ শোধে। অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থানে নজর না দেওয়ার পরিণতি কী হয়, তার উজ্জ্বল নজির বাংলাদেশ। বিশ্ববাজারে দৃষ্টি রাখা দেশ, প্রতিষ্ঠান ও করপোরেট দুনিয়া কোনো দেশের অর্থনীতি বুঝতে বিশেষ চাহনি দেয় পূঁজিবাজারের দিকে। বাংলাদেশ সেখানেও বড় দুর্ভাগা। পুঁজিবাজারে দীর্ঘতম মন্দার রেকর্ডে আক্রান্ত বাংলাদেশ। নিত্যপণ্যের বাজারব্যবস্থাপনায় আবার ব্যাঘাতের নমুনা স্পষ্ট। মাঝে...
উৎপাদন রপ্তানির খরায় কুপোকাত রিজার্ভ রেমিট্যান্সের বড়াই
মোস্তফা কামাল

বাংলাদেশের গণতন্ত্রের অবিচল প্রতীক বেগম খালেদা জিয়া
ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.)

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য অধ্যায় রচিত হলো, যখন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে দীর্ঘ চার মাস পর দুই পুত্রবধূকে সাথে নিয়ে লন্ডন থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। এই প্রত্যাবর্তন ছিল শুধুমাত্র একজন রাজনৈতিক নেত্রীর ফিরে আসা নয় এটি ছিল দেশের কোটি কোটি মানুষের আবেগ, আশা এবং মুক্তির আকাঙ্ক্ষার এক পুনঃগণজাগরণ। ২০০৭ থেকে শুরু করে ২০১৮ পর্যন্ত এবং পরবর্তীকালে দুই বছরের অধিক সময় ধরে বেআইনিভাবে কারাবন্দিত্বের মাধ্যমে যেভাবে তাঁকে নিপীড়নের শিকার করা হয়েছে, তা এক রাজনৈতিক প্রতিহিংসার নগ্ন উদাহরণ। দেশের বিচার ব্যবস্থাকে ব্যবহার করে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অস্ত্র বানিয়ে, তাঁর উপর চাপিয়ে দেওয়া হয়েছে একের পর এক মিথ্যা মামলা। ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন শাসকগোষ্ঠী তাঁকে নিঃসঙ্গ,...
শিল্প ব্যবসাকে সব কিছুর ঊর্ধ্বে রাখা উচিত
ফারুক মেহেদী

রাজনীতিতে আশা-নিরাশার দোলাচল। এক পক্ষ নির্বাচনের জন্য মরিয়া, আরেক পক্ষ রয়েসয়ে সংস্কার শেষ করে তবেই নির্বাচনের ব্যাপারে একাট্টা। পাল্টাপাল্টি এই অবস্থানের মধ্যেই কিছুটা মনোযোগ হারিয়ে দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য একটি ক্রান্তিকাল পার করছে। বিশেষ করে অর্থনীতির মূল সূচকগুলোর বেশির ভাগই গতিহীন। বলতে গেলে সংকটময় পরিস্থিতির মুখে। আমদানি, ব্যবসা ও বিনিয়োগে মন্দার ফলে রাজস্ব আয়ে বড় ঘাটতি। মূল্যস্ফীতি থামাতে নেওয়া উচ্চ সুদের হারের খড়্গ ভোগাচ্ছে বেসরকারি খাতের ঋণপ্রবাহে। ডলারের উচ্চ দরের প্রভাবে টাকার অবমূল্যায়ন আর গ্যাস, বিদ্যুৎ-জ্বালানির লাগামহীন দামে বেড়েছে ব্যবসার খরচ। আইন-শৃঙ্খলা পরিস্থিতির সন্তোষজনক উন্নতি না হওয়া আর আস্থাহীনতায় দেশি-বিদেশি বিনিয়োগ প্রায় তলানিতে। পুঁজিবাজারে সাধারণ বিনিয়াগকারীদের হাহাকার। চোখের সামনে প্রতিদিন...
দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনের কূটনৈতিক তৎপরতা
ড. সুজিত কুমার দত্ত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুরু করা বাণিজ্যযুদ্ধের মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে মনোযোগ দিয়েছে বেইজিং। এর অংশ হিসেবে চীনা প্রেসিডেন্ট শি চিনপিংয়ের ১৪ থেকে ১৫ এপ্রিল ভিয়েতনাম ও মালয়েশিয়া সফর এবং ১৫ থেকে ১৮ এপ্রিল কম্বোডিয়া সফর ছিল তাৎপর্যপূর্ণ। ২০২৫ সালে শি চিনপিংয়ের প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে এটি। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে চীন ১৪৫ শতাংশ মার্কিন শুল্ক আরোপের শিকার। ওয়াশিংটনের ক্ষতিকর বাণিজ্য শুল্কের ছায়ায় থাকা অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছে বেইজিং। শি চিনপিংয়ের এই সফরকে তাঁর ব্যক্তিগত কূটনৈতিক প্রচেষ্টা হিসেবেও দেখা হচ্ছে। এর আগে সর্বশেষ ৯ বছর আগে তিনি কম্বোডিয়া এবং ১২ বছর আগে মালয়েশিয়া সফর করেন। ট্রাম্পের রেসিপ্রোকাল শুল্কের বিরুদ্ধে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর